ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিপিএলের নীলফামারীর পর্ব শুরু

ঢাকা আবাহনী-বসুন্ধরা হাইভোল্টেজ ম্যাচ আজ

প্রকাশিত: ০৭:০৭, ২৩ জানুয়ারি ২০১৯

ঢাকা আবাহনী-বসুন্ধরা হাইভোল্টেজ ম্যাচ আজ

তাহমিন হক ববী, নীলফামারী থেকে ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ঘরোয়া ফুটবল লীগের শীর্ষ আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। আজ বুধবার শুরু হচ্ছে বিপিএলের উত্তরবঙ্গের নীলফামারী শহরে অবস্থিত আন্তর্জাতিক শেখ কামাল স্টেডিয়াম পর্বের খেলা। প্রথমদিনই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে গতবারের লীগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড বনাম বাংলাদেশের ফুটবলে নবাগত শক্তি ও স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এই আসরের শুরুটা হয় ১৮ জানুয়ারি থেকে। ঢাকার মাঠে উদ্বোধনী দুইটি ম্যাচের একটি খেলায় ঢাকা আবাহনী ২-১ গোলে জয় পায় নোফেল স্পোর্টিং ক্লাবকে হারিয়ে। অপর খেলায় বসুন্ধরা কিংস ১-০ গোলে হারায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। এই আসরের উদ্বোধনী খেলার দুইটি পৃথক ম্যাচে জয় পাওয়া ঢাকা আবাহনী ও বসন্ধুরা কিংস এবার মুখোমুখি হচ্ছে নীলফামারীর মাঠে। নীলফামারীর মাঠে হাইভোল্টেজ এই ম্যাচেকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে চলছে চুরচেরা বিশ্লেষণ। এখন দেখার বিষয় দুই শক্তিধরের মধ্যে কে কাকে ঘায়েল করতে পারে। নীলফামারী পর্বের উদ্বোধন খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। বিষয়টি নিশ্চিত করেছে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ফুটবলের ক্লাবগুলো হোম গ্রাউন্ড বাছাইয়ের সুযোগ পায়। এ কারণে নীলফামারীর আন্তর্জাতিক শেখ কামাল স্টেডিয়ামকে বেছে নেয় বসুন্ধরা কিংস। এটি বসুন্ধরার হোম গ্রাউন্ড। ঢাকা আবাহনী লিমিটেডের দেশী বিদেশী খেলোয়াড়ের কাছে নীলফামারীর মাঠ একেবারে নতুন। আর বসুন্ধরার দেশী বিদেশী খেলোয়াড়ের কাছে অতি পরিচিত মাঠ। কারণ নীলফামারীর এই মাঠে গত বছরের ২১ সেপ্টেম্বর বসুন্ধরা কিংস বনাম মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাবের আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পুরো ম্যাচটিতে আধিপত্য বিস্তার করে বসুন্ধরা ৪-১ গোলে মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাবকে হারিয়ে দেয়। এ ছাড়া এই মাঠে বসুন্ধরার অনুশীলন হয়েছে পুরোদমে। গত ২০ জানুয়ারি হতে বসুন্ধরার দেশী বিদেশী খেলোয়াড়রা নীলফামারীর এই হোম মাঠে অনুশীলন করছে। গতকাল মঙ্গলবার সকালে এসেছে ঢাকা আবাহনীর দেশী বিদেশী খেলোয়াড়রা। তারা অবস্থান করছে রংপুরে। রংপুরের মাঠে দুপুরের পর তারা অনুশীলন করেছে। বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোন বলেন, ঢাকা আবাহনী শক্তিশালী একটি টিম। বিগত সময়ে তাদের সঙ্গে যে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবার সেটি আমরা ভিন্নরূপে মোকাবেলা করতে চাই। বসুন্ধরার খেলোয়াড়রা তাদের হোম মাঠে ঢাকা আবাহনীর বিরুদ্ধে জয় নিয়ে আসবে এই প্রত্যাশায় আমরা প্রস্তুতি নিয়েছি। প্রসঙ্গত গত বছর ২৩ নবেম্বর ঢাকার মাঠে ফেডারেশন কাপের গোলযোগপূর্ণ ফাইনাল ম্যাচে বসুন্ধরা কিংসকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল আবাহনী লিমিটেড। ২০১৬ ও ২০১৭ সালেও শিরোপা জিতেছিল তারা। ফেডারেশন কাপে ১৮ বার ফাইনাল খেলে আবাহনী ১১ বার শিরোপা জিতেছে ও সাতবার রানার্সআপ হয়েছে। অন্যদিকে বসুন্ধরা কিংস প্রথমবারের মতো ফেডারেশন কাপে অংশ নিয়ে ফাইনাল খেলে ঢাকা আবাহনীর সঙ্গে। ২৩ নবেম্বর ফেডারেশন কাপের ফাইনালে ঢাকা আবাহনীর কাছে হেরে প্রথম শিরোপা জেতার আনন্দ থেকে বঞ্চিত হয়েছিল বসুন্ধরা। তবে গত বছরের ২৬ ডিসেম্বর বিজয়ের মাসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বাধীনতা কাপ ফুটবলের দশম আসরের ফাইনালে বসুন্ধরা ২-১ গোলে শেখ রাসেল ক্রীড়াচক্রকে হারিয়ে এই আসরের নতুন দল হিসেবে চ্যা¤িপয়ন হয়। বিগত দিনের হিসেব নিকেশে ঢাকা আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ঘরোয়া ফুটবল লীগের শীর্ষ আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) শেখ কামাল স্টেডিয়ামের আসরের হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তাপ ছড়িয়ে পড়েছে নীলফামারীসহ রংপুর বিভাগের অন্যান্য জেলাতেও। এই খেলা উপভোগ করতে ফুটবলপ্রেমীরা আগাম টিকেট সংগ্রহ করতে ব্যস্ত। ২০ হাজার দর্শকের জন্য টিকেট ছাড়া হয় গত ১৯ জানুয়ারি হতে। সাধারণ গ্যালারি ৩০ টাকা, চেয়ার ১৫০ টাকা ও ভিআইপি ৫০০ টাকা মূল্যের টিকেট মূল্য রেখেছে এখানকার আয়োজকরা। আজ বুধবার খেলা শুরু হবে বেলা ৩টায়। স্টেডিয়ামে প্রবেশে দর্শক দরজা খোলা হবে দুপুর ১২টায়। হোম ভেন্যু হিসেবে নীলফামারীতে বসুন্ধরা কিংস ঢাকা আবাহনী লিমিটেড ছাড়াও মুখোমুখি হবে আরও ৬টি বাঘাবাঘা ফুটবল টিমের সঙ্গে। এর মধ্যে ৩০ জানুয়ারি নোফেল স্পোর্টিং ক্লাব, ১৪ ফেব্রুয়ারি রহমগঞ্জ এমএফএস, ২৪ ফেব্রুয়ারি আরামবাগ ক্রীড়া সংঘ, ৫ মার্চ শেখ রাসেল ক্রীড়াচক্র লিঃ, ১১ এপ্রিল সাইফ স্পোর্টিং ক্লাব ও ১৮ মার্চ চিটাগাং আবাহনী লিঃ।
×