ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টেকনাফে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত

প্রকাশিত: ০৪:৩১, ২২ জানুয়ারি ২০১৯

টেকনাফে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শামশুল ওরফে বার্মায়া শামশু নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিন পুলিশ সদস্য। সোমবার ভোরে হ্নীলার দমদমিয়ায় এ ঘটনা ঘটে। নিহত মোঃ শামশুল ওরফে বার্মায়া শামশু হ্নীলা পশ্চিম সিকদা পাড়ায় বসবাসকারী মোঃ হোসেনর পুত্র। টেকনাফ মডেল থানার ওসি বলেন, রবিবার শামশুকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ইয়াবা মজুদের তথ্য পাওয়া যায়। তার তথ্যানুযায়ী রাতে পুলিশ দমদমিয়া চেকপোস্টের কাছাকাছি গেলে তার সহযোগীরা পুলিশের ওপর গুলি ছুড়ে ধৃত ব্যক্তিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে হামলাকারীরা পালিয়ে যায়। পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, দেশীয় তৈরি বন্দুক, ১২ রাউন্ড গুলি ও ৪০ রাউন্ড গুলির খালি খোসা উদ্ধার ছাড়াও গুলিবিদ্ধ শামশুকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী মীরু গ্রেফতার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরের শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি মীর হোসেন মীরু ওরফে ল্যাংড়া মীরুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাতে কুতুবপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ জানায়, সন্ত্রাসী মীর হোসেন মীরু পায়ের সম্যসার কারণে হুইল চেয়ারে চলাফেরা করলেও এলাকায় তার বিশাল ক্যাডার বাহিনী রয়েছে। তার নির্দেশে এলাকায় জমি দখল, ভূমিদস্যুতা, মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। পুলিশ আরও জানায়, গত ১৮ জানুয়ারি মীরুর নির্দেশে তার বাহিনীর সদস্যরা দেলায়ার হোসেন নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে নগদ ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় আহত ব্যবসায়ী বাদী হয়ে মীরুকে এক নম্বর আসামি করে ফতুল্লায় থানায় মামরা দায়ের করেন। গত ৯ জানুয়ারি পাগলা চিতাশাল এলাকায় ডিস ব্যবসা দখলে নেয়াকে কেন্দ্র করে মীরুর বাহিনীর সদস্যদের সঙ্গে ব্যবসায়ীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এরই জের ধরে ডিশ ব্যবসায়ী শাহ আলমের ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয় মীরুর অনুসারীরা। পুলিশ আরও জানান, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে মীর হোসেন মীরুকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
×