ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথমবারের মতো বলাকা পরিদর্শন করলেন মাহবুব আলী

প্রকাশিত: ০৪:৩৫, ২১ জানুয়ারি ২০১৯

 প্রথমবারের মতো বলাকা পরিদর্শন করলেন  মাহবুব আলী

স্টাফ রিপোর্টার ॥ প্রথমবারের মতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। রোববার সকাল সাড়ে ১০টায় কুর্মিটোলায় বিমানের প্রধান কার্যালয় পরিদর্শনে যান তিনি। সকাল থেকেই বিমান কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন বিমান প্রতিমন্ত্রী। দিনভর এই বৈঠকে নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়ে সর্বশেষ অগ্রগতি, যাত্রীসেবার মান বৃদ্ধি, লাগেজ সঠিক সময়ে ডেলিভারি প্রদান, সিডিউল ঠিক রাখা, লুটপাট অপচয় বন্ধ করাসহ বেশকিছু পরামর্শ দেন তিনি। এ সময় তাকে বিমানের বিগত বছরের অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করেন ব্যবস্থাপনা পরিচালক এম মোসাদ্দিক আহমেদ। জানা গেছে, বৈঠকে প্রতিমন্ত্রী বিমানের লিজে থাকা দুটো ৭৭৭-২০০ ইআর ভিয়েতনামে পড়ে থাকায় যেভাবে প্রতি মাসে ১০ কোটি গচ্চা দিতে হচ্ছে তার প্রকৃত কারণ শুনে বেশ ক্ষোভ প্রকাশ করেন। তিনি অবিলম্বে উড়োজাহাজ দু’টোকে দেশে ফিরিয়ে আনা বা লিজ কোম্পানির কাছে বুঝিয়ে দেয়ার উদ্যোগ নেয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। এ সময় সার্বিক উন্নয়ন বিশেষ করে গ্রাহক সেবার মানবৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করছেন। নিউইয়র্ক ফ্লাইট সম্পর্কে জানতে চাইলে মন্ত্রীকে বলা হয়- আগামী মার্চ ও সেপ্টেম্বরে দুটো টিম পরিদর্শনে আসবে। তাদের প্রতিবেদন ইতিবাচক হলেই কেবল এ সম্ভবনা আছে। এ সময় বিমান থেকে যুক্তি দেখানো হয় নিউইয়র্ক ফ্লাইটে লাভের চেয়ে লোকসানে আশঙ্কাই বেশি। এর বিপরীতে মন্ত্রী বলেন, নিউইয়র্কে যেখানে এত বিপুলসংখ্যক বাংলাদেশী বাস করে, বিদেশী এয়ারলাইন্স তাদের বহন করে যদি লাভ গুণতে পারে, তাহলে বিমান কেন পারবে না। তার মুখে এমন যৌক্তিক ও অর্থবহ ব্যাখ্যা শুনে বিমানের কোন কর্তা তাতে দ্বিমত প্রকাশ করতে পারেননি। এ সময় বিমান কর্মকর্তাদের সমস্যার কথাও শোনেন তিনি। বৈঠকে বিমানের এমডি এএম মোসাদ্দিক আহমেদ ছাড়াও গ্রাহকসেবা পরিচালক মোমিনুল ইসলাম, মার্কেটিং এ্যান্ড সেলস বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আশরাফুল আলম, জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
×