ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শিশুর জীবন বাঁচিয়ে আমিরাতে পুুরস্কৃত ঢালাই শ্রমিক ফারুক

প্রকাশিত: ০৬:১৭, ১৮ জানুয়ারি ২০১৯

শিশুর জীবন বাঁচিয়ে আমিরাতে পুুরস্কৃত ঢালাই শ্রমিক ফারুক

জনকণ্ঠ ডেস্ক ॥ তিন বছরের এক শিশুর জীবন বাঁচিয়ে অসাধারণ সাহস ও বীরত্ব দেখিয়ে পুরস্কার পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আজমানে বসবাসরত এক বাংলাদেশী। ফারুক ইসলাম নূর আল হক (৫৭) নামে ওই ব্যক্তি পেশায় ছিলেন ঢালাই শ্রমিক। সাহসিকতার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তাকে পুরস্কৃত করে আজমান সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। খবর দৈনিক খালিজ টাইমস ও ওয়েবসাইটের। আজমানের নুয়াইমিয়াহ এলাকায় শনিবার রাতে একটি এ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আশপাশের মানুষের চিৎকারে ফারুক দৌড়ে ঘটনাস্থলে ছুটে আসেন। ভবনটির এক শিশুকে রক্ষা করেন। স্থানীয় একটি পত্রিকাকে ফারুক বলেন, ‘ভবনের তৃতীয় তলায় এক নারীর চিৎকারে আমি বাচ্চাটিকে বাঁচাতে ঘটনাস্থলে যাই। সেখানে অনেক মানুষের ভিড় ছিল, কিন্তু কেউ তাকে উদ্ধারের চেষ্টা করেনি। ওই নারী ও তার সন্তানকে বাঁচানোর জন্য তাগিদ আমি অনুভব করি।’ ঘটনার বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, ‘আগুন দ্রুত বাড়িটির চারপাশে ছড়িয়ে পড়ছিল। একটি বড় জানালার পাশে দাঁড়িয়ে ওই নারী তার শিশু সন্তানকে কোলে নিয়ে চিৎকার করে সাহায্যের আবেদন জানাচ্ছিল। সে দৃশ্য দেখে আমি আমার দু’হাত বাড়িয়ে দেই। আমাকে দেখে তিনি তার সন্তানকে বাঁচানোর জন্য নিচে ফেলে দেন।’ ‘ছুড়ে ফেলা শিশুটিকে আমি ধরতে সক্ষম হই। পরে শিশুটির মাও নিচে ঝাঁপ দেন এবং পার্ক করা একটি গাড়ির ওপর পড়ে মারাত্মক আহত হন। পরে তাকে খলিফা হাসপাতালে ভর্তি করা হয়।
×