ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সালমান রহমানকে উপদেষ্টা করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

প্রকাশিত: ০৬:৩৫, ১৭ জানুয়ারি ২০১৯

সালমান রহমানকে উপদেষ্টা করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

অর্থনৈতিক রিপোর্টার ॥ এফবিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি এবং দেশের বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমানকে বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়ায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) নেতারা প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। একইসঙ্গে এফবিসিসিআই গুরুত্বপূর্ণ এ পদে নিয়োগ পাওয়ায় সালমান এফ রহমানকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে। দেশের উন্নয়নে ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়ন, প্রয়োজনীয় সংস্কার এবং দেশের উন্নয়ন প্রক্রিয়ায় বেসরকারী খাতকে সম্পৃক্ত রাখায় এফবিসিসিআই সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে। সালমান এফ রহমানকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে পুনর্নিয়োগ দেয়ার মাধ্যমে সরকারের সঙ্গে দেশের বেসরকারী খাতের যোগাযোগ আরও নিবিড় ও কার্যকর হবে বলে এফবিসিসিআই দৃঢ়ভাবে বিশ্বাস করে। শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে দেশের চলমান উন্নয়নের ধারাকে আরও বেগমান ও শক্তিশালী করবে বলে এফবিসিসিআই নেতারা আন্তরিকভাবে আশাবাদী। স্যামসাংয়ের সঙ্গে হাত মেলাল এ্যাপল অর্থনৈতিক রিপোর্টার ॥ অনলাইন সম্প্রচার দুনিয়ায় আসছে প্রযুক্তি দুনিয়ায় ঋষি হিসেবে খ্যাত এ্যাপল। এই বাজারের নেটফ্লিক্স ও এ্যামাজনের মতো বাঘাদের বাগে আনতে এবার আগ্রাসী স্যামসাংয়ের সঙ্গে হাত মেলালো টিম কুক বাহিনী। এর ফলে এই বসন্তেই স্যামসাং স্মার্ট টিভিতে দেখা যাবে এ্যাপল মুভি ও মিউজিক। হালনাগাদ সংস্করণের স্যামসাং স্মার্ট টিভিতে চলবে আইটিউন মুভি, টিভি শো। এছাড়া এ্যাপল এয়ারপ্লে-২ খেলা যাবে এতে। লাস ভেগাসে চলমান বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি মেলা কনজুমার ইলেকট্রনিক্স শোতে (সিইএস) এমন তথ্যই জানিয়েছে দক্ষিণ কোরিয়ার এই টেক জায়ান্ট। জানিয়েছে, ২০১৯ নয়, ফার্মওয়্যার আপডেট করে ২০১৮ সালের স্মার্ট টিভিগুলোতেও এ্যাপলের যে কোন কনটেন্ট চালানো যাবে।
×