ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লাফার্জ হোলসিমের সঙ্গে ওয়ার্টসিলারের চুক্তি

প্রকাশিত: ০৬:৫৫, ১৬ জানুয়ারি ২০১৯

লাফার্জ হোলসিমের সঙ্গে ওয়ার্টসিলারের চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের নেতৃত্বস্থানীয় সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড (এলএইচবিএল) ও জ্বালানি খাতে সেবাদানকারী বিশ্বের নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান ওয়ার্টসিলার মধ্যে একটি চুক্তি হয়েছে। মঙ্গলবার রাজধানীতে লাফার্জ হোলসিমের কর্পোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষর হয়েছে। লাফার্জ হোলসিম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। লাফার্জ হোলসিমের প্রধান নির্বাহী রাজেশ সুরানা এবং ওয়ার্টসিলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহিম নিজ নিজ কোম্পানির পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী আগামী ৫ বছর লাফার্জ হোলসিমের সুনামগঞ্জের ছাতকে অবস্থিত সুরমা প্ল্যান্টের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও খুচরা যন্ত্রাংশ প্রদানের সেবা দিবে ওয়ার্টসিলা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় কোম্পানির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×