ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর পাশেই বঙ্গবন্ধু এয়ারপোর্ট নির্মাণ করা হবে ॥ মাহবুব আলী

প্রকাশিত: ০৬:০৯, ১৬ জানুয়ারি ২০১৯

পদ্মা সেতুর পাশেই বঙ্গবন্ধু এয়ারপোর্ট নির্মাণ করা হবে ॥ মাহবুব আলী

স্টাফ রিপোর্টার ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানিয়েছেন, পদ্মা সেতুর আশপাশেই বঙ্গবন্ধু এয়ারপোর্ট নির্মাণ করা হবে। এছাড়া বিমান হবে আকাশে শান্তি আর বিমানবন্দর হবে ভূমিতে প্রশান্তির নীড়। এ লক্ষ্যে বর্তমান সরকারের নিরলস প্রয়াস অব্যাহত রয়েছে। মঙ্গলবার কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দফতরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য প্রকাশ করেন। এ সময় বিমান ও পর্যটন সচিব মোঃ মহিবুল হক, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসানসহ মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ক্যাবের মেম্বার (অপারেশন) এয়ার কমোডর মোস্তাফিজুর রহমান। প্রতিমন্ত্রী হওয়ার পর মঙ্গলবার দুপুরে প্রথমবারের মতো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সফরে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রাচ্য ও পাশ্চাত্যের এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে সরকার বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করতে যাচ্ছে। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়নে মেগাপ্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এ সময় তিনি বলেন, যাত্রী সেবার মান বাড়িয়ে যাত্রীদের সন্তুষ্টি অর্জনে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে ইতোমধ্যে নেয়া প্রকল্পগুলো যাতে দ্রুত শেষ করা যায় সেটার ওপর জোর দিতে হবে। বিমানবন্দরে ভিআইপিদের প্রটোকলে থাকা লোকজন সোনা চোরাচালানিতে জড়িত হওয়ার প্রবণতা রোধ করার কোন পদক্ষেপ নেয়া হবে কিনা জনকণ্ঠের এমন প্রশ্নের জবাবে মাহবুব আলী বলেন, এটা অবশ্যই খতিয়ে দেখা হবে। আগে কি হয়েছে সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে এটা বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের পর প্রতিমন্ত্রী হযরত শাহজালাল বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনের পর তিনি বিমানবন্দরের কনফারেন্স রুমে বিশেষ বৈঠকে বসেন। দিনভর এসব কাজে ব্যস্ত সময় কাটিয়ে তিনি সন্ধ্যায় বিমানবন্দর ত্যাগ করেন।
×