ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাধারণ মানুষের জন্য স্বল্পব্যয়ে স্বাস্থ্য সেবা দিন॥ রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৫:৪৪, ১৪ জানুয়ারি ২০১৯

   সাধারণ মানুষের জন্য  স্বল্পব্যয়ে স্বাস্থ্য সেবা দিন॥ রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সাধারণ মানুষের জন্য স্বল্প ব্যয়ে যথাযথ স্বাস্থ্যসেবা প্রদানের জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। রবিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে তার সঙ্গে এক সৌজন্য সাক্ষাত করতে গেলে রাষ্ট্রপতি বলেন, ‘সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করুন।’ খবর বাসসর বৈঠকের পরে রাষ্ট্রপতির ব্যক্তিগত সচিব এম জয়নুল আবেদীন সাংবাদিকদের ব্রিফিং করেন। বিএসএমএমইউ হাসপাতালকে একটি আন্তর্জাতিক মানের বিশেষায়িত হাসপাতাল উল্লেখ করে রাষ্ট্রপতি বিভিন্ন মারাত্মক রোগের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপে গ্রহণের এবং এজন্যে আরও বেশি গবেষণামূলক কর্মকা- চালানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘এতে করে রোগীদের বিদেশী চিকিৎসা সেবা গ্রহণের ওপর নির্ভরতার মনোভাব কমে আসবে।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও উন্নয়ন কর্মকান্ড-সহ সার্বিক বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বিএসএমএমইউ’র উপচার্য্য ১০ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।
×