ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বালক-বালিকা এককে বাংলাদেশের সাফল্য

প্রকাশিত: ০৭:১২, ১০ জানুয়ারি ২০১৯

বালক-বালিকা এককে বাংলাদেশের সাফল্য

এশিয়ান অনুর্ধ-১৪ টেনিস স্পোর্টস রিপোর্টার ॥ থাইল্যান্ডের ব্যাংককে চলমান ‘আইটিএফ এশিয়ান অনুর্ধ-১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশিপ : ডিভিশন-২’ টেনিস প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশের তিন খেলোয়াড়। বালক এককে বাংলাদেশের মাহাদী হোসেন আলভি ৬-৪, ১-৬, ৬-২ গেমে পাকিস্তানের হামিদ ইসরার গুলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। তবে জুবায়েদ উৎস ৫-৭, ৩-৬ গেমে ইরানের আমিরালী ঘাভামর কাছে হেরে যায়। এছাড়া স্থান নির্ধারণী খেলায় রুমান হোসেন ২-৪, ৫-৪ , ১৩-১১ গেমে নেপালের চিরাগ তিমিলসেনার কাছে হেরে যায়। বালিকা এককে বাংলাদেশের মাসফিয়া আফরিন ৬-০, ৬-১ গেমে ভুটানের কারমা ওদেন দর্জিকে এবং সুবর্ণা খাতুন ৭-৫, ৪-৬, ১-০ (অবসর) নেপালের ইষা শ্রী শাহকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। এছাড়া সাদিয়া আফরিন ১-৬, ১-৬ গেমে কাজাখস্তানের ভারবারা লুবচেনকের কাছে হেরে যায়।
×