ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জয় পেল বিএনপি

প্রকাশিত: ০৬:১০, ১০ জানুয়ারি ২০১৯

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জয় পেল বিএনপি

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আরেকটি আসনে জয় পেয়েছে বিএনপি। বুধবার ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের স্থগিত তিন কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের পর বিএনপির প্রার্থী উকিল আবদুস সাত্তার ভুঁইয়া বেসরকারীভাবে নির্বাচিত হন। জেলা রিটার্নিং কর্মকর্তা হায়াত উদদৌলা খান জানান, ধানের শীষ প্রতীকে ৮৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে বেসরকারীভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন উকিল আবদুস সাত্তার ভুঁইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ মঈন উদ্দিন কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৪১৯ ভোট। স্বতন্ত্র প্রার্থীর চেয়ে ধানের শীষ প্রার্থী মোট ৮ হজার ৫শ ৭৮ ভোট বেশি পেয়েছেন। গত ৩০ ডিসেম্বর এ আসনের মোট ১৩২ কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রে অনিয়ম ও গোলযোগের কারণে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। বুধবার কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে স্থগিত তিন কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তিন কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে সাত্তার পেয়েছেন ১ হাজার ২৭৪ ভোট আর কলার ছড়ি প্রতীকে মঈন পেয়েছেন ২ হাজার ৮৫৫ ভোট। এ তিন কেন্দ্রের মোট ভোটার সংখ্য ছিল ১০ হাজার ৫৭৪ জন।
×