ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তথ্যমন্ত্রী হওয়ায় রাঙ্গুনিয়ায় আনন্দ

প্রকাশিত: ০৫:২৩, ৮ জানুয়ারি ২০১৯

তথ্যমন্ত্রী হওয়ায় রাঙ্গুনিয়ায় আনন্দ

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া, ৭ জানুয়ারি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত ড. হাছান মাহমুদ নতুন সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তার ব্যক্তিগত সহকারী কায়সারুল আলম জানান, টানা তৃতীয়বারেরর মতো জয় পাওয়া চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া উপজেলা ও বোয়ালখালীর আংশিক) আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দলের মুখপাত্র ড. হাছান মাহমুদ সরকারের তথ্য মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। মন্ত্রিত্ব পাওয়ার সংবাদে রাঙ্গুনিয়ার সর্বত্র চলছে আনন্দ উৎসব। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুদে বার্তায় অভিনন্দন জানানো হচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ে এ আসনে হ্যাট্রিক বিজয় পান তিনি। প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি মন্ত্রী পরিষদে স্থান পান। ছয়মাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের পরবর্তীতে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পান। সাড়ে ৪ বছর সফলতার সহিত তিনি ওই দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ড. হাছান মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ সময় তিনি বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, অবহেলিত রাঙ্গুনিয়া বিগত দশ বছরের উন্নয়নে বদলে গেছে। এ দুই মেয়াদে রাঙ্গুনিয়ায় ৩ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। উন্নয়নের ছোঁয়া লেগেছে প্রতিটি পাড়া-মহল্লায়। এবারের লক্ষ্য শুধু উন্নয়নকে টেকসই করা। এলাকার রাস্তাঘাট বিভিন্ন প্রতিষ্ঠানে সৌন্দর্য্য বর্ধনের কাজ করা হবে। রাঙ্গুনিয়াকে ভিক্ষুকমুক্ত করা হবে। পরিকল্পিত হাউজিং, চন্দ্রঘোনা পর্যন্ত রেললাইন সম্প্রসারণ, আইটি পার্ক স্থাপন, মিনি স্টেডিয়াম নির্মাণ, বেকারদের জন্য কারিগরি মহাবিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেয়া হবে। রাঙ্গুনিয়াকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।
×