ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

চতুর্থ রাউন্ডে ম্যানইউ, আর্সেনাল, চেলসি

প্রকাশিত: ০৭:০৮, ৭ জানুয়ারি ২০১৯

 চতুর্থ রাউন্ডে ম্যানইউ, আর্সেনাল, চেলসি

স্পোর্টস রিপোর্টার ॥ সহজ জয়ে ঐতিহ্যবাহী ইংলিশ এফএ কাপ ফুটবলের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে তিন পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও আর্সেনাল। শনিবার রাতে তৃতীয় রাউন্ডের ম্যাচে ওল্ডট্র্যাফোর্ডে স্বাগতিক ম্যানইউ ২-০ গোলে দ্বিতীয় সারির দল রিডিংকে, লন্ডনের বিখ্যাত স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি একই ব্যবধানে দ্বিতীয় সারির দল নটিংহ্যাম ফরেস্টকে ও ব্লমফিল্ড রোডে তৃতীয় সারির দল স্বাগতিক ব্লাকপুলকে ৩-০ গোলে হারিয়েছে অতিথি আর্সেনাল। তারকা কোচ জোশে মরিনহোকে ছাঁটাই করার পর ম্যানইউ রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। ইংলিশ প্রিমিয়ার লীগে টানা চার ম্যাচে গোলোৎসব করে জয়ের পর এফএ কাপেও ধারাবাহিকতা ধরে রেখেছে রেড ডেভিলসরা। নয়া কোচ ওলে গানার সোলসগায়ের অধীনে পোগবা, লুকাকুরা ছন্দ ফিরে পেয়েছেন। ঘরের মাঠে আধিপত্য বিস্তার করে খেলা ম্যানইউ ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায়। গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার জুয়ান মাতা। ডি বক্সে মাতাকে ফাউল করেন রিডিং ডিফেন্ডার ওমার রিচার্ডস। ২৯ মিনিটে ফ্রেডের তৈরি করে দেয়া সুযোগ কাজে লাগাতে পারেননি রোমেলু লুকাকু। তবে বেলজিয়ামের এই ফরোয়ার্ডই প্রথমার্ধের যোগ করা সময়ে আলেক্সিস সানচেজের বাড়ানো বল বাঁ পায়ের শটে জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া আক্রমণ শাণিয়েও গোল পায় অতিথিরা। ম্যাচের শেষ মুহূর্তে আন্দ্রেয়াস পেরেইরার প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় জয়ের ব্যবধান বাড়াতে পারেনি ম্যানইউ। ম্যাচ শেষে দলের পারফর্মেন্সে সন্তোষ প্রকাশ করেন দলটির কোচ ওলে গানার। তিনি বলেন, আমরা প্রত্যাশিতভাবে এগিয়ে চলেছি। এখনও লম্বা পথ পাড়ি দিতে হবে, এ জন্য ধারাবাহিকতা ধরে রাখা জরুরী। তৃতীয় সারির ক্লাব ব্লাকপুল নিজেদের মাঠেই উড়ে গেছে আর্সেনালের কাছে। ম্যাচে গানার্সদের তরুণ মিডফিল্ডার জো উইলক জোড়া গোল করেন। অপর গোলটি করেন নাইজিরিয়ার মিডফিল্ডার আলেক্স আইওবি। উইলকের নৈপুণ্যে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় আর্সেনাল। ১১ মিনিটে এ্যারন রামসের ফ্রিকিক একজনের মাথা ছুঁয়ে পোস্টে লাগে। ফিরতি বল হেডে ঠিকানায় পাঠান উইলক। আর ৩৭ মিনিটে কাছ থেকে অনায়াসে নিজের দ্বিতীয় গোলটি করেন ১৯ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার। ৮২তম মিনিটে রামসের শট আগুয়ান গোলরক্ষক ফিরিয়ে দিলেও বল চলে যায় গোলমুখে, ছুটে গিয়ে ডান পায়ের শটে দলের তৃতীয় গোলটি করেন আইওবি। লম্বা সময় ধরেই ছন্দে ছিলেন না সাবেক রিয়াল মাদ্রিদ তারকা আলভারো মোরাটা। অবশেষে জোড়া গোল করে নিজেকে ফিরে পেয়েছেন স্প্যানিশ ফরোয়ার্ড। আধিপত্য বিস্তার করে খেলা চেলসি ম্যাচের ৩০ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। তবে স্প্যানিশ মিডফিল্ডার চেস ফেব্রিগাসের পেনাল্টি রুখে দেন নটিংহ্যামের ইংলিশ গোলরক্ষক লুক স্টিল। ডি বক্সে ইংলিশ মিডফিল্ডার রুবেন লোফটাস-চিক ফাউলের শিকার হলে পেনাল্টিটি পেয়েছিল স্বাগতিকরা। বিরতির পর ১০ মিনিটের ব্যবধানে দুইবার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ব্লুজরা। ৪৯ মিনিটে ডানদিক থেকে সতীর্থের ক্রস ডি বক্সে পেয়ে বাঁ পায়ের প্লেসিং শটে দলকে এগিয়ে দেন মোরাটা। এরপর ৫৯ মিনিটে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন স্প্যানিশ ফুটবলার। এদিকে লিভারপুলের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে টাচলাইনে অশোভন কথা বলায় ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্ডিওলাকে সতর্ক করেছে ফুটবল এ্যাসোসিয়েশন (এফএ)। ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃহস্পতিবারের ম্যাচের দ্বিতীয়ার্ধে রেফারি এ্যান্থনি টেইলরের একটি সিদ্ধান্তের প্রতিবাদে গার্ডিওলা গলার স্কার্ফ মাটিতে ছুড়ে ফেলেন ও চতুর্থ অফিসিয়াল মার্টিন এ্যাটকিনসনকে উদ্দেশ করে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। এবারের মৌসুমে ৪৭ বছর বয়সী গার্ডিওলার এটাই প্রথম সতর্কতামূলক শাস্তি। একই অপরাথে যে কোন কোচ চারবার এই ধরনের সতর্কতামূলক শাস্তি পেলে তাকে টাচলাইন থেকে বহিষ্কার করা হয়ে থাকে।
×