ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

কৃষির দিকে ঝুঁকছে চীন

প্রকাশিত: ০৪:৫৩, ৭ জানুয়ারি ২০১৯

 কৃষির দিকে ঝুঁকছে চীন

অর্থনৈতিক রিপোর্টার ॥ এক সময়কার শিল্পায়নের অগ্রগামী দেশ চীন এখন কৃষির দিকে মনোযোগ দিচ্ছে। দেশটির উদ্যোক্তারাও অন্য শিল্পের দিকে না ঝুঁকে ছুটছেন কৃষিতে। বড় হচ্ছে কৃষিভিত্তিক পর্যটনের খাতও। বাড়ছে সম্ভাবনা। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ। জানান দিচ্ছে আগামীর প্রত্যাশা ও নতুন দিনের আগমনীর বার্তা। শিল্পায়নে বিপ্লবের সময়টুকু পার করে প্রযুক্তির উন্নয়নের দিকে ধাবিত চীন। পরিবেশের বিপর্যয়, ব্যবসার খরচ বেড়ে যাওয়া কিংবা নতুন ধারায় ব্যবসা পরিচালনা- যুক্তি যাই হোক না কেন চীনের নতুন প্রজন্মের ব্যবসায়ীদের গন্তব্য কৃষি। পরিবেশবান্ধব কৃষির দিকে নজর বাড়াচ্ছে দেশটি। তাই তো, বর্তমান সময়ের ৯৭ ভাগ খামারগুলোর নজর এ দিকে। কীটনাশকের ব্যবহার কমছে, বাড়ছে জৈব সার ও জৈব কীটনাশকের ব্যবহার। সঙ্গে রয়েছে প্রযুক্তির যুগলবন্দী। তাই তো, উৎপাদিত কৃষি পণ্যের ৭০ ভাগই এখন রফতানি হচ্ছে। গত ৫ বছরে বাম্পার ফলন হয়েছে মাংস, ডিম, সবজি, ফল এবং মাছ চাষে। বেড়েছে আয়ের পরিমাণ। শুধুমাত্র সব চাষীরা প্রতিমাসে আয় করে ২ হাজার ২০০ ডলার। কৃষি খামার ঘিরে শুরু হয়েছে কৃষি পর্যটনও। নতুন ধারায় এ ব্যবসায় বাড়ছে উদ্যোক্তাদের সংখ্যা। তাই দেশটির প্রায় ১ কোটি উদ্যোক্তার গন্তব্য কৃষি। যা তারা ছড়িয়ে দিতে চায় পুরো বিশ্বে।
×