ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্ষমতাধর মুসলিমের তালিকায় ফুটবলার সালাহ

প্রকাশিত: ০৭:১৬, ৬ জানুয়ারি ২০১৯

ক্ষমতাধর মুসলিমের তালিকায় ফুটবলার সালাহ

স্পোর্টস রিপোর্টার ॥ কিছুদিন আগেই গাড়ি চালনা আইনের মামলায় বেশ ঝামেলা পোহাতে হয়েছে। কিন্তু আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন মোহাম্মদ সালাহ এবারও। আর্সেনালের বিপক্ষে কিছুদিন আগে ম্যাচে পেনাল্টি নিতে গিয়ে বিত-ায় জড়ান সক্রেটিস পাপাস্ট্যাথোপাউলাসের সঙ্গে। এর আগেও লিভারপুলের এ মিসরীয় ফরোয়ার্ড পেনাল্টি বিতর্কে জড়িয়েছিলেন। কিন্তু লিভারপুলের কোচ জার্গেন ক্লপ পক্ষ নিয়েছিলেন সালাহর। এসব বিচ্ছিন্ন ঘটনার মধ্যে বেশ ভাল সময়ই কাটছে সালাহর। এবার তিনি বিশ্বের মুসলিম ক্ষমতাধরদের তালিকায় ঠাঁই পেয়ে গেছেন। যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইট ‘দ্য মুসলিম ৫০০’ বিশ্বের ক্ষমতাধর ৫০ মুসলিম ব্যক্তির নাম প্রকাশ করেছে। সেই তালিকায় ৪৬তম স্থানে আছেন এ লিভারপুল ফরোয়ার্ড। মুসলিম অধ্যুষিত দেশ মিসরের নাগরিক সালাহ। তিনি ইসলাম ধর্মের অনুসারী। ধর্মপ্রাণ মুসলিম হিসেবে তার খ্যাতি জগতজোড়া। খেলা-চলাফেরা ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে হলেও ইসলাম ধর্ম পালনের মধ্যেই যাপিত জীবনের সুখ খুঁজে পান মিসরীয় কিং। তাই তো যেখানেই যান হাতে রাখেন কুরআন। নিয়মিত পড়েন পাঁচ ওয়াক্ত নামাজ। রোজা রেখে খেলার নজিরও আছে। গোল করলে সিজদাহ ও সৃষ্টিকর্তাকে স্মরণ করতে দেখা যায় হরহামেশা। ‘দ্য ফারাও’ খ্যাতি পাওয়া সালাহ আবার সুযোগ পেলেই মুসলিম বিশ্বের দুঃস্থদের সহযোগিতায় এগিয়ে আসেন। এছাড়া মুসলমানদের শিক্ষার প্রসারে কাজ করেন। নিজ ধর্মের লোকজনকে আধুনিক বিজ্ঞানচর্চার ব্যবস্থা করে দেন। মুসলিম বিদ্বেষীদের একহাত নিতেও ছাড়েন না। কয়েকদিন আগেই ইসরাইলী ফুটবলারকে অলরেডদের ডেরায় ভেড়ানোর ব্যাপারে ভেটো দেন তিনি। সেই সঙ্গে ইংলিশ ক্লাবটি ছাড়ার হুমকি দেন তিনি। কারণ একটাই মুসলিমদের সঙ্গে ইসরাইলী ইহুদীদের দ্বন্দ্ব। এতকিছুর মধ্যে সালাহর প্রথম পরিচয় ফুটবলার হিসেবে। দুর্দান্ত ক্যারিশম্যাটিক খেলা উপহার দিয়ে বিশ্বব্যাপীই জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। নিজ দেশের মানুষ তো সালাহ বলতেই অজ্ঞান। গত মার্চেই এর প্রমাণ পাওয়া যায়। মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে না দাঁড়িয়েও (প্রার্থী না হয়েও) ১০ লাখের বেশি ভোট পান তিনি। তার সম্মানার্থে নিজ দেশের শহর শার্ম এল শেইখে মূর্তি তৈরি করেছেন ভক্তকুল। তাকে নিয়ে একটি গানও রচনা করেছেন তারা। এত ভালবাসার জন্যই ক্ষমতাধর মুসলিম ব্যক্তির তালিকায় আছেন জার্গেন ক্লপের প্রিয় শিষ্য। বিশ্বের ক্ষমতাধর মুসলিমদের তালিকায় আছেন ৪৬ নম্বরে।
×