ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৯ জানুয়ারি আওয়ামী লীগের মহাসমাবেশ

প্রকাশিত: ০৪:৪৮, ৫ জানুয়ারি ২০১৯

 ১৯ জানুয়ারি আওয়ামী  লীগের মহাসমাবেশ

বিশেষ প্রতিনিধি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আগামী ১৯ জানুয়ারি শনিবার দুপুর আড়াইটায় অনুষ্ঠেয় মহাসমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ১৯ জানুয়ারির মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করে বছরের শুরুতেই বড় ধরনের সাংগঠনিক শক্তির মহড়া দেখাবে দলটি। আর ওই মহাসমাবেশ থেকে নৌকা মার্কায় ভোট দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আসনে আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি আগামী পাঁচ বছর দেশকে আরও সমৃদ্ধির সোপানে নিয়ে যেতে তার সরকারের ভবিষ্যত পরিকল্পনার কথাও দেশবাসীর সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
×