ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উন্নয়নে উড়ে গেল স্বাধীনতাবিরোধী শক্তি

প্রকাশিত: ০৭:১০, ৪ জানুয়ারি ২০১৯

 উন্নয়নে উড়ে গেল  স্বাধীনতাবিরোধী  শক্তি

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ৩ জানুয়ারি ॥ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিজয় ছিনিয়ে এনেছে আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী। দীর্ঘদিনের দলীয় কোন্দল ও ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের চেষ্টায় নৌকার বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজয়ের প্রধান কারণ হিসেবে সাধারণ মানুষ ও বোদ্ধাদের বিশ্লেষণে বিগত সরকার আমলে মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির দেশপ্রেম এবং উপজেলার প্রত্যন্ত এলাকায় হাজার কোটি টাকার উন্নয়ন কর্মকান্ডের ফলপ্রসূ হিসেবে স্বাধীনতার বিপক্ষের শক্তি উড়ে গেল এমন মন্তব্য করেছেন। বাঁশখালীর এই আসনটি স্বাধীনতার সপক্ষের শক্তি থাকলেও দলীয় কোন্দলের কারণে অনেকবার হারতে হয় এই দলটিকে। তবে এবারের নির্বাচনে সেই সুযোগ আর দেননি ঐক্যবদ্ধ আওয়ামী লীগ। বৃহস্পতিবার নির্বাচিত এমপিরা শপথ গ্রহণের পর বাঁশখালীতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী সাধারণ মানুষদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। অন্যদিকে এলাকার সাধারণ মানুষ ও সুশীল সমাজের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত ৫ বছর মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি নির্বাচিত হওয়ার পর থেকে উপকূলে বেড়িবাঁধ নির্মাণ, চট্টগ্রাম কক্সবাজারের বিকল্প রুট পিএবি প্রধান সড়ক উন্নয়ন, প্রতিটি ঘরে বিদ্যুতায়ন নিশ্চিতসহ প্রায় হাজার কোটি টাকার উন্নয়ন করেছেন। এরই ধারাবাহিকতা বজায় রাখতে মোস্তাফিজুর রহমান চৌধুরী ও নৌকার জয়ের কোন বিকল্প ছিল না বলেও এমন মন্তব্য তাদের।
×