ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় নির্বাচনী সহিংসতায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রকাশিত: ০৬:১১, ৩ জানুয়ারি ২০১৯

বগুড়ায় নির্বাচনী সহিংসতায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সামনে বিএনপি জামায়াত শিবির কর্মীদের হামলায় গুরুতর আহত বগুড়ার কাহালু উপজেলার পাইকর এলাকার আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা ডুয়েল(৩৮) বুধবার সন্ধ্যায় মারা গেছেন। পুলিশ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। হামলায় গুরুতর আহত অবস্থায় বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার তাকে ঢাকায় নেয়া হয়েছিল। ওই হামলায় এ নিয়ে ২ জনের মৃত্যু হলো। ঘটনার দিন রবিবার মারা যান ওই ইউনিয়নের যুবলীগ ৩নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি আজিজুল ইসলাম। নির্বাচনের দিনে বেলা ১১টার দিকে বগুড়ার কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের বাগইল গ্রামে ভোট কেন্দ্রের সামনে আওয়ামী লীগ যুবলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালায় বিএনপিসহ জামায়াত শিবিরের ক্যাডাররা। হামলার কিছু পর হাসপাতালে নেয়ার পথে মারা যান যুবলীগ নেতা আজিজুল। ওই ঘটনায় গুরুতর আহতদের মধ্যে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পাইকড় ইউনিয়ন পরিষদের সদস্য ডুয়েল বগুড়া মেডিক্যাল কলেজে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) ছিল। কাহালু থানার ওসি শওকত কবির জানান, উন্নত চিকিৎসার জন্য বুধবার তাকে ঢাকায় নেয়া হয়। সেখানে সন্ধ্যায় সে মারা যায়। ওসি জানান, এ ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় শতাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে মামলা দায়ের হয়েছে। এ মামলায় ইতোমধ্যে ৩ জন গ্রেফতার হয়েছে।
×