ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রামগঞ্জে ৪৭ বছর পর আওয়ামী লীগের বিজয়

প্রকাশিত: ০৩:৫৮, ২ জানুয়ারি ২০১৯

রামগঞ্জে ৪৭ বছর পর আওয়ামী লীগের বিজয়

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১ জানুয়ারি ॥ স্বাধীনতার ৪৭ বছর পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসন রামগঞ্জে বেসরকারীভাবে বিজয় লাভ করেছে আওয়ামী লীগ। বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর বিজয় উৎসব ও বিজয় পতাকা উত্তোলন করেছে নবনির্বাচিত সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান। মঙ্গলবার বিকেলে রামগঞ্জ উপজেলা পরিষদের সামনে বিজয় পতাকা উত্তোলন ও বিজয় উৎসব পালন করেন তিনি। এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁর নিরাপদ জীবন ও দীর্ঘায়ু কামনা করেন। এ উপলক্ষে রামগঞ্জ উপজেলা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেন, জনগণের বিপুল ভোটে আমি নির্বাচিত হয়েছি। আগামীতে সন্ত্রাস, ইভটিজিং, মাদক, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত রামগঞ্জ চাই। আমরা সরকারী সম্পদ লুণ্ঠনের সঙ্গে থাকব না, টিআর কাবিখা চুরির সঙ্গে থাকব না। আমি সাদা মানুষ হিসেবে থাকতে চাই।
×