ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘শেখ হাসিনার আকাশচুম্বী জনপ্রিয়তায় এই বিজয়’

প্রকাশিত: ০৬:০০, ১ জানুয়ারি ২০১৯

‘শেখ হাসিনার আকাশচুম্বী জনপ্রিয়তায় এই বিজয়’

বিশেষ প্রতিনিধি ॥ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আকাশচুম্বী জনপ্রিয়তার জন্যই নির্বাচনে ঐতিহাসিক এই বিজয় এসেছে বলেই মনে করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির মতে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ সাম্প্রদায়িক অশুভ শক্তির ধারক বাহক বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে। তাদের (বিএনপি-জামায়াত) বিষ দাঁত ভেঙ্গে দিয়েছে। সোমবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এমপি। তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগের এই বিশাল বিজয় শেখ হাসিনার আকাশচুম্বী জনপ্রিয়তার জন্যই সম্ভব হয়েছে। উন্নয়নের পথে চলার জন্য আওয়ামী লীগকে জনগণ ভোটের মাধ্যমে ঐতিহাসিক বিজয় অর্জনে ভূমিকা রেখেছে। আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র আব্দুর রহমান আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত দলের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। আবদুর রহমান বলেন, নির্বাচনে আওয়ামী লীগের এই বিশাল বিজয়ে দলের পক্ষ থেকে কোন বিজয় মিছিল বা আনন্দ শোভাযাত্রা করা হবে না। তবে মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল ও বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের রায় প্রত্যাখ্যান করে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, আমরা বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্টের দাবিকে প্রত্যাখ্যান করছি। গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা (বিএনপি-ঐক্যফ্রন্ট) আবারও প্রমাণ করল যে, তারা এ দেশের উন্নয়ন ও গণতন্ত্র চায় না। তারা গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ বিষয়ে তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্ট দেশে কোন ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে জনগণ তার সমুচিত জবাব দেবে। তবে আমরা আশা করি, তারা এ ধরনের দাবি থেকে সরে দাঁড়াবে। আবদুর রহমান সংবাদ সম্মেলন থেকে নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিজয়ী করার জন্য দেশের জনগণকে অভিনন্দন জানান। একইসঙ্গে নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন (ইসি), সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সংবাদ সম্মেলনে এ সময় আওয়ামী লীগ নেতা এ্যাডভোকট জাহাঙ্গীর কবীর নানক, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, আমিনুল ইসলাম আমিন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
×