ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

থার্টিফার্স্টে বাড়তি নিরাপত্তা

প্রকাশিত: ০৫:৪৪, ১ জানুয়ারি ২০১৯

থার্টিফার্স্টে বাড়তি নিরাপত্তা

স্টাফ রিপোর্টার ॥ ইংরেজী নববর্ষ উদযাপন ক্রমেই বাড়ছে বাংলাদেশেও। রীতিমতো তরুণ-তরুণীদের কাছে থার্টি ফার্স্ট উদযাপন জনপ্রিয় হয়ে উঠেছে। এবারের এই উদযাপন বাড়তি মাত্রা পেয়েছে। দেশজুড়ে ভোট উৎসবের মাত্র একদিন পরেই এ উৎসবে শামিল হয়েছে অনেকে। নির্বাচন পরবর্তী সময়ে নিরাপত্তার কথা বিবেচনায় রেখে থার্টিফার্স্ট উদযাপনে রাজধানীবাসীর জন্য কড়াকড়ি আরোপ করেছে ডিএমপি। উন্মুক্ত স্থানে অনুষ্ঠান না করাসহ নির্ধারিত এলাকায় বহিরাগতের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিরাপত্তার ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য থার্টিফার্স্ট নাইটে প্রথম প্রহরে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গুলশানে পরিদর্শনে যান। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, থার্টিফার্স্ট নাইট উদযাপনে কোন বাধা নেই। তবে তা উন্মুক্ত স্থানে করা যাবে না। করতে হবে ইনডোরে। বিশৃঙ্খলা এড়াতে রাজধানীজুড়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ডিএমপি কমিশনার বলেন, এই রাতকে ঘিরে সুনির্দিষ্ট হুমকি নেই। তবে জাতীয় নির্বাচনের পরপরই এ ধরনের একটি উদযাপন থাকায় বাড়তি সতর্কতা অবলম্বন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
×