ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বিশ্ব মিডিয়ায় মহাজোটের বিজয়

প্রকাশিত: ০৪:২৪, ১ জানুয়ারি ২০১৯

বিশ্ব মিডিয়ায় মহাজোটের বিজয়

জনকণ্ঠ ডেস্ক ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস গড়ে জয় পেয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। এ নির্বাচনের জয়ের মধ্যদিয়ে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে আগামী পাঁচবছর দেশ পরিচালনার দায়িত্বগ্রহণ করতে যাচ্ছে ক্ষমতাসীনরা। এ জয় দলটির হ্যাট্রিক বিজয়। এর মাধ্যমে শেখ হাসিনাও চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পথে। বাংলাদেশের ইতিহাসে অংশগ্রহণমূলক নির্বাচনে কোন দল এর আগে এত বড় বিজয় পায়নি। এ জন্যই বিশ্ব মিডিয়াতে স্থান পেয়েছে এবারের জাতীয় সংসদ নির্বাচন। । দেশীয় গণমাধ্যমগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রধান শিরোনামে স্থান পেয়েছে মহাজোটের বিজয়ের খবর। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার ওয়েবসাইটে প্রকাশিত প্রধান শিরোনামে শেখ হাসিনার বিজয় নিয়ে লেখা হয়- হাসিনা ‘বাংলাদেশ নির্বাচন জিতেছে’। বার্তাসংস্থা রয়টার্সে প্রকাশিত খবরের শিরোনাম হলো- শেখ হাসিনার বিজয় সুরক্ষিত যেখানে পুনর্নির্বাচনের দাবি বিরোধীদের। ভারতের এনডিটি এবং জি নিউজ বেশ গুরুত্ব সহকারে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিজয়ের খবর পরিবেশন করে। দুটি গণমাধ্যমের ওয়েবসাইটেই শেখ হাসিনার ‘বিজয় চিহ্ন’ সংবলিত ছবি প্রকাশিত হয়। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে লেখা খবরে এনডিটির শিরোনাম ছিল- নির্বাচন জয় শেখ হাসিনার। জি নিউজের খবরের শিরোনাম ছিল- শেখ হাসিনার আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে, পুনরায় ভোটগ্রহণের দাবি বিরোধীদের। আওয়ামী লীগের বিজয় নিয়ে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসির শিরোনাম হলো- পুনরায় ভোটগ্রহণের দাবি বাংলাদেশের বিরোধীদের।
×