ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে নারী ভোটাররা উৎসাহের সঙ্গে ভোট দিলেন

প্রকাশিত: ০৫:৫৭, ৩১ ডিসেম্বর ২০১৮

 রাজধানীতে নারী  ভোটাররা  উৎসাহের সঙ্গে  ভোট দিলেন

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল উৎসাহ ছিল নারী ভোটারদের মধ্যে। যাদের অনেকটাই ছিল তরুণী ভোটার। সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে এ সকল নারী ভোটারদের। ঢাকা ৯ আসনে খিলগাঁও মডেল কলেজটি নারী ভোটার কেন্দ্র। এই কলেজে কেন্দ্র আছে ৪টি। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ২৯৬। বুথের সংখ্যা ৫টি। একাধিক মহিলা ভোটার বলেন, ভোট দিতে কোন সমস্যা হচ্ছে না। কেউ বাধা দেয়নি। সুষ্ঠু পরিবেশে তারা ভোট দিতে পেরেছেন। কিছু কিছু ভোটার তাদের সিরিয়াল নম্বর খুঁজে না পাওয়ায় ভোট দিতে বিড়ম্বনায় পড়েছেন বলেও কেউ কেউ অভিযোগ করেন। উত্তর বাড্ডার ময়নারটেক কেন্দ্রে সকাল থেকে লম্বা লাইন ধরে ভোট দিতে দেখা গেছে নারীদের। এই কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজর ৪৮৭। দুপুর পর্যন্ত অর্ধেকের বেশি ভোট প্রদান হয় বলে প্রিসাইডিং অফিসার জানান। এছাড়াও রাজধানীর রামপুরা, বনশ্রী, বাড্ডা, গুলশান, খিলগাঁও, বাসাবোর বিভিন্ন ভোটকেন্দ্রে নারী ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে দেখা গেছে। নতুন ভোটার হিসেবে যারা ভোট দিয়েছেন তারা ভোট দিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ঢাকা ১১ আসনের উত্তর বাড্ডা হাজিপাড়া কেন্দ্রের মহিলাদের মধ্যেও উৎসাহ দেখা যায়। তারা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এই কেন্দ্রে ভোটগ্রহণ সম্পর্কে প্রিসাইডিং অফিসার শহিদুল্লাহ আহমেদ বলেন, এখানে নারী ভোটারের সংখ্যা ২ হাজার ৬৭২। এর মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ৭০০ মতো ভোট কাউন্ট করা হয়েছে। গুলশানের মানারাত ইন্টারন্যশনাল স্কুলে অবস্থিত কেন্দ্রটি নারী কেন্দ্র। এখানে ভোটারের সংখ্যা ২ হাজার ১০৮টি। প্রিসাইডিং অফিসার ধূসর প্রকৃতি গাইন জানান, সকালে ঠা-ার কারণে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ভোটাররা আসতে শুরু করেন। এই কেন্দ্রে ভোট দিতে আসা এক শিক্ষিকা বলেন, যতো ধরনের ভোট আছে আমি দেয়ার চেষ্টা করি। দেশ আমার। ভোট আমার। তাই ভোট দিতে আসি। রাজধানীর অন্যান্য ভোটকেন্দ্রে নারীদের প্রচুর উপস্থিতি দেখা গেছে।
×