ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বিদেশীরাও বলছে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ হয়েছে ॥ গওহর রিজভী

প্রকাশিত: ০৫:৩০, ৩১ ডিসেম্বর ২০১৮

  বিদেশীরাও বলছে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ  হয়েছে ॥  গওহর রিজভী

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, নির্বাচন ছিল উৎসবমুখর। নির্বাচনে অন্তত ১৮ মানুষ মৃত্যুবরণ করেছেন, ভোটারের তুলনায় এই সংখ্যা খুবই কম। তবে মানুষের মৃত্যু আমাদের কাম্য নয়। নির্বাচনে গুজব ছড়ানো হয়েছিল বলেও জানান তিনি। রবিবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত, নেপাল, ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) পৃথকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের প্রতিক্রিয়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে তারা জানান। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির পক্ষ থেকে বিদেশী সাংবাদিকদের ব্রিফিং করেন ড. গওহর রিজভী। ব্রিফিংকালে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সাধারণ সম্পাদক শাম্মী আহমেদ উপস্থিত ছিলেন। গওহর রিজভী বলেন, নির্বাচনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ ছিল। সাধারণ ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছেন। তিনি জানান, নির্বাচনকালে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনায় ১৮ মানুষ মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের ১২ ও বিএনপির ৩ জন, ইসলামী ছাত্রসেনার একজন, সাধারণ মানুষ একজন ও সিভিল ডিফেন্সের একজন। নির্বাচনে ১৪ কেন্দ্রে সংঘাত হয়েছে। আর ২টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। এক প্রশ্নের উত্তরে ড. গওহর রিজভী বলেন, কোন মৃত্যুই আমাদের কাম্য নয়। তবে ভোটারের তুলনায় মৃত্যুর সংখ্যা খুবই কম। অতীতে নির্বাচনে অনেক সহিংসতা ও মৃত্যুর ঘটনা ঘটেছে। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনে গুজব ছড়ানো হয়েছিল। একজনের কাছ থেকে জানতে পেরেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে চলে গেছেন, এমন গুজবও ছড়ানো হয়েছিল। ইভিএম ভোট নিয়ে নেপালের সন্তোষ ॥ বাংলাদেশ নিজস্ব প্রযুক্তির মাধ্যমে ইভিএম ভোট প্রক্রিয়ায় অংশ নেয়ায় সন্তোষ প্রকাশ করেছে নেপালের পর্যবেক্ষক প্রতিনিধি দল। রাজধানীর হোটেল সোনারগাঁও হোটেলে এক ব্রিফিংয়ে প্রতিনিধি দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে নেপাল থেকে দুই সদস্য বাংলাদেশে এসেছেন। নির্বাচন শেষে রবিবার সন্ধ্যায় নেপালের প্রতিনিধি দলের নেতা দিপেন্দ্র কান্ডাল সংবাদ সম্মেলনে বলেন, আমরা ঢাকা- ৬ ও ঢাকা-১৩ আসনের নির্বাচন পর্যবেক্ষণ করেছি। ইভিএম প্রযুক্তি নিয়ে আমাদের আগ্রহ ছিল। বাংলাদেশ নিজস্ব প্রযুক্তির মাধ্যমে পরীক্ষামূলকভাবে ইভিএম ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছে। দিপেন্দ্র কান্ডাল আরও বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও পরিচ্ছন্ন ছিল। ভারতীয় পর্যবেক্ষদের প্রতিক্রিয়া ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়ে ভারতীয় পর্যবেক্ষক প্রতিনিধি দল। তারা বলেছেন, নির্বাচন কমিশন সুশৃঙ্খল ও পরিশীলিতভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরেছে। রাজধানীর হোটেল সোনারগাঁও হোটেলে এক ব্রিফিংয়ে ভারতীয় পর্যবেক্ষক প্রতিনিধি দল এ কথা বলেন। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে এসেছেন ভারতীয় নির্বাচন কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্য পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন কর্মকর্তা আরিজ আফতাব হোটেল সোনারগাঁওয়ে বিকেলে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্বাচন কমিশনের মধ্যে সহযোগিতা ও উষ্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের নির্বাচন কমিশনের মধ্যে নিয়মিত যোগাযোগও রয়েছে। সে কারণেই এই নির্বাচন পর্যবেক্ষণে আমরা তিন সদস্যের প্রতিনিধি এসেছি। তিনি বলেন, বিভিন্ন এলাকায় আমরা নির্বাচন পর্যবেক্ষণ করেছি। বাংলাদেশ নির্বাচন কমিশন এই নির্বাচন অনুষ্ঠান সুশৃঙ্খল ও পরিশীলিতভাবে সম্পন্ন করতে পেরেছে। এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশ আমাদের চোখে পড়েছে। আনফ্রেলের জল্পনার মধ্যেও সুষ্ঠু ভোট ॥ এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে কোন কোন পক্ষ বিশেষ করে আনফ্রেলের পক্ষপাতমূলক জল্পনা থাকলেও মানুষ তাদের ভোটাধিকার পুরোপুরিভাবে প্রয়োগ করতে পেরেছে। এতে উল্লেখ করা হয়, গত ২৯ ডিসেম্বর আনফ্রেলের অধিভুক্ত সংগঠনগুলোর পক্ষ থেকে দেয়া যৌথ বিবৃতি দেয়াটা একটি অপরিপক্ক আচরণ। তারা যে ‘নিয়ন্ত্রিত পরিবেশে’ ভোটের কথা উল্লেখ করেছে, সেটা ভুল তথ্য ও পূর্বপরিকল্পিত ধারণা থেকেই করেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৭৪ বিদেশী পর্যবেক্ষক ও ৬৫ বিদেশী সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ করছেন। এছাড়া ৮১টি সংস্থার ২৫ হাজার ৯০০ দেশীয় পর্যবেক্ষক রয়েছেন। ৭ থেকে ৮ হাজার সাংবাদিকও এই নির্বাচন পর্যবেক্ষণে রয়েছেন। আনফ্রেল বিবৃতিতে বলেছেনও ২১ ডিসেম্বরের মধ্যে তাদের ৩২ পর্যবেক্ষকদের মধ্যে ১৩ জনকে এ্যাক্রিডিটেশন দেয়া হয়েছে। তবে এখানে উল্লেখ করা প্রয়োজন যে আনফ্রেলের অবশিষ্ট আবেদনকারীদের আবেদন প্রক্রিয়ার মধ্যেই ছিল। আর সেই প্রক্রিয়ার মধ্যেই আনফ্রেল তাদের আবেদন প্রত্যাহার করে নেয়। অন্যদিকে থাইল্যান্ডভিত্তিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থার জোট এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের (আনফ্রেল) প্রতিনিধিরা নানা অভিযোগ তুলে নির্বাচন পর্যবেক্ষণে আসেননি। তবে এই নির্বাচন পর্যবেক্ষণে না এসে গত ২৯ ডিসেম্বর আনফ্রেল থেকে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে।
×