ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুুদ্ধে ব্যবসা বেড়েছে

প্রকাশিত: ০৪:৫০, ৩১ ডিসেম্বর ২০১৮

 চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুুদ্ধে ব্যবসা বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের কারণে আমাদের ব্যবসা বেড়েছ এবং আগামীতেও বাড়বে বলে জানিয়েছেন হামিদ ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ। বৃহস্পতিবার রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত কোম্পানির ২৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি শেয়ারহোল্ডারদের উদ্দ্যেশে এ কথা বলেন। তিনি আরও বলেন, বাণিজ্যযুদ্ধের কারণে চীন থেকে অনেক বেশি অর্ডার আসতে শুরু করেছে, যার কারণে ব্যবসা বেড়েছে। এভাবে ব্যবসা বাড়লে আগামীতে আরও বেশি নগদ লভ্যাংশ দিতে পারব। তাই ইয়ার্ন ডায়িং খাতে ২৫ কোটি টাকার বিনিয়োগের কথা জানান তিনি। অনুষ্ঠানে কোম্পানি ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশসহ মোট ৫টি এজেন্ডা অনুমোদন করে শেয়ারহোল্ডারবৃন্দ। আলোচ্য সময়ে (২০১৭-১৮ অর্থবছর) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ১ পয়সা। যা গত বছর একই সময়ও ছিল ৭৯ পয়সা। কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৩৫ পয়সা। যা গত বছর একই সময় ছিল ৩৮ টাকা ৭ পয়সা। কোম্পানির চেয়ারম্যান এএইচ এম মোজ্জামেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ, পরিচালক সেলিনা মাহমুদ ও নুসরাত মাহমুদ, ইন্ডিপেন্ডেট পরিচালক ড. এম ওয়ালিউজ্জামান এবং শেয়ারহোল্ডাররা।
×