ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জয়ার নতুন চলচ্চিত্র

প্রকাশিত: ০৭:১০, ৩০ ডিসেম্বর ২০১৮

জয়ার নতুন চলচ্চিত্র

সংস্কৃতি ডেস্ক ॥ ভালবাসা দিবস উপলক্ষে নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় অনলাইন প্লাটফর্ম হৈ চৈ-এর জন্য নির্মাণাধীন এ চলচ্চিত্রটির নাম ‘প্রেম ছাড়ানোর গোপন উপায়’। এতে জয়ার সহশিল্পী হিসেবে আছেন অনির্বাণ ভট্টাচার্য ও বিক্রম চ্যাটার্জী। কলকাতার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির চিত্রধারণ চলছে। এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, ভালবাসা দিবসের শর্টফিল্ম এটি। হৈ চৈ বেশ কিছু শর্টফিল্ম করছে, তার মধ্যে একটিতে অভিনয় করছি আমি। সুমন দা’র সঙ্গে আমার প্রথম কাজ। আমার প্রিয় পরিচালকদের একজন। তিনি আমাকে কাস্ট করেছেন এটা অন্যতম ভাললাগার বিষয়। আন্তন চেকভের গল্প অবলম্বনে রোমান্টিক এই চলচ্চিত্র নির্মাণ হচ্ছে বলে জানান জয়া আহসান। এর আগে জয়া অভিনীত স্বল্পদৈর্ঘ্য ‘ভালবাসার শহর’ চলচ্চিত্রটি প্রশংসিত হয়। এদিকে দুই বাংলাতেই সমানতালে নিজের জনপ্রিয়তা কুড়িয়ে নিচ্ছেন জয়া আহসান। বাংলাদেশে চলতি বছর নিজের প্রযোজনায় নির্মিত ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে দেশে যেমন বছরসেরা জনপ্রিয় অভিনেত্রী হিসেবে আলোচিত হচ্ছেন তেমনি ভারতেও বছরসেরা বাঙালী অভিনেত্রী হিসেবে তাকে উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, এখানকার দর্শকতো বরাবরই আমার সাপোর্টে ছিল। গণমাধ্যমও সে সূত্রে পাশে থেকেছে। বর্ষসেরা কিনা জানি না, তারা যে আমার ভাল কাজটিকে নোটিস করেছে এটা ভাললাগার বিষয়। সৃজিত মুখার্জী পরিচালিত ‘এক যে ছিল রাজা’ চলচ্চিত্রে ‘মৃন্ময়ী’ চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য এ খেতাব দেয়া হয় তাকে। নতুন বছরে টলিউডে মুক্তি পেতে যাচ্ছে জয়া অভিনীত চলচ্চিত্র ‘বিজয়া’। কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘বিসর্জন’-এর সিক্যুয়েল চলচ্চিত্রটি বাংলাদেশেও মুক্তি পাবে। এছাড়াও দেশে জয়া অভিনীত ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রটিও মুক্তি পেতে যাচ্ছে। এদিকে ‘দেবী’ চলচ্চিত্রের সাফল্যের পর প্রযোজক জয়া নতুন বছরে নির্মাণ করবেন চলচ্চিত্র ‘ফুড়ুৎ’।
×