ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জিএসপি হারালে ইউরোপের বাজারে রফতানি কমবে সাড়ে ৯ শতাংশ

প্রকাশিত: ০৪:২০, ৩০ ডিসেম্বর ২০১৮

জিএসপি হারালে ইউরোপের বাজারে রফতানি কমবে সাড়ে ৯ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ জিএসপি সুবিধা হারালে ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমবে বছরে সাড়ে ৯ শতাংশ। যা থেকে আয় কমবে ১ দশমিক ৬ বিলিয়ন ডলার। এমন তথ্য জানিয়েছে বেসরকারী গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট-পিআরআই। বৃহস্পতিবার উন্নয়শীল দেশে বাংলাদেশের পোশাক খাতের রফতানি নিয়ে গবেষণার তথ্য তুলে ধরে সংস্থাটি। মূল প্রবন্ধে পিআরআইয়ের গবেষক ড. আবদুর রাজ্জাক বলেন, শ্রমিকের মজুরি কম হওয়ায় পোশাক তৈরি ও বাজারজাতকরণে বাংলাদেশ তুলনামূলক সুবিধা পেয়ে থাকে। শুল্কমুক্ত সুবিধা হারালে পণ্যের দাম বাড়বে, কমবে বাজারও। বক্তারা বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তোরণের পর বাংলাদেশ জিএসপি প্লাস সুবিধার জন্য আবেদন করতে পারে। তবে বিদ্যমান জিএসপি মানদ- বিবেচনায় সেই সুবিধা পাওয়া কঠিন হয়ে যাবে। এবার ফ্লাইং কার আসছে অর্থনৈতিক রিপোর্টার ॥ যানজট নিয়ে বিরক্ত ? অফিস পৌঁছতে বা প্রয়োজনীয় কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে ? আর এসব নিয়ে ভাবতে হবে না। এবার ফ্লাইং কার নিয়ে আসছে ব্রিটেনের ডাচ সংস্থা পিএএল-ভি ইন্টারন্যাশনাল। কেমন হবে এই গাড়ি? কী-ই বা এর বিশেষত্ব জেনে নেয়া যাক। ২০২০-র মধ্যেই বাজারে আসতে চলেছে এই গাড়ি। তবে প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। সংস্থা সূত্র থেকে খবর পাওয়া গেছে, প্রথমদিকে ব্রিটেনে, ইউরোপ ও আমেরিকায় বিক্রি করা হবে এই গাড়ি। তিন চাকার গাড়ি এটি, চলবে পেট্রোলে। গাড়িটির জ্বালানি ধারণ ক্ষমতা ১০০ লিটার। সড়কপথে সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে ১৩১৫ কিলোমিটার। আর আকাশপথে ৪৮২ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারবে।
×