ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্টের ড্রাইভার খালেদা, তারেক ॥ কুষ্টিয়ায় ইনু

প্রকাশিত: ০৪:০১, ২৮ ডিসেম্বর ২০১৮

বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্টের ড্রাইভার খালেদা, তারেক ॥ কুষ্টিয়ায় ইনু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৭ ডিসেম্বর ॥ জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে সামনে ড. কামাল হোসেনকে দেখা গেলেও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আসলে বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্টের ড্রাইভার খালেদা জিয়া, তারেক জিয়া ও জামায়াত। তারা অদল-বদল করে রাজনীতির গাড়ি চালাচ্ছে। আর ড. কামাল হোসেন খেলনা স্টিয়ারিং হাতে জানালার পাশে বসে আছেন। বৃহস্পতিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট নির্বাচনকে বিতর্কিত করার জন্য এ প্রক্রিয়াকে ‘কাল্পনিক জাল দিয়ে ঢাকার চেষ্টা করছে’ বলেও অভিযোগ তোলেন মহাজোটের শরিক জাসদের এ নেতা। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নির্বাচন ভ-ুল, বর্জন ও বানচালের চক্রান্ত মোকাবেলা করতে শেষ দিন পর্যন্ত দেশবাসীকে সর্তক থাকার আহ্বান জানান। প্রচারের সময় মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ মহাজোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পার্বতীপুরে আওয়ামী লীগের নির্বাচনী সভা নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ২৭ ডিসেম্বর ॥ বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের শেষ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় পার্বতীপুর শহরের শহীদ ময়দানে । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুর আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক। সভা শেষে প্রার্থী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে । পরে সন্ধ্যায় এই সংসদীয় আসনের ফুলবাড়ীতে অনুরূপ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এখানেও আওয়ামী লীগের প্রার্থী বক্তব্য রাখেন।
×