ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুর-২ আসনে মাঠে নেই ধানের শীষের প্রার্থী

প্রকাশিত: ০৩:৫২, ২৮ ডিসেম্বর ২০১৮

গাজীপুর-২ আসনে মাঠে নেই ধানের শীষের প্রার্থী

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৭ ডিসেম্বর ॥ টঙ্গী-গাজীপুর-২ আসনে শেষ মুহূর্তে নৌকার প্রচার আকাশচুম্বী হলেও ধানের শীষের প্রচার একদম শূন্যের কোটায়। ধানের শীষের প্রচারের জন্য কোন নেতাকর্মীকে গত এক সপ্তাহে মাঠে দেখা যায়নি। গাজীপুর-২ আসনে কেন্দ্রীয় শ্রমিকদল নেতা সভাপতি সালাহ উদ্দিন সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন আয়োজনের শুরু থেকে ধানের শীষের বিএনপির নেতাকর্মীরা প্রচারে মাঠে থাকলেও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হওয়া থেকে কাউকে মাঠে দেখতে পায়নি সাধারণ ভোটার। বিএনপির প্রার্থী সালাহ্ উদ্দিন সরকার ও তাদের নেতাকর্মীরা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেছেন, ধানের শীষের প্রচারের জন্য নৌকার নেতাকর্মী এবং প্রশাসন তাদের নির্বাচনী মাঠে নামতে দেয়নি। সারাক্ষণই তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে। তাদের লাগানো পোস্টারও দিনে-রাতে সবসময় ছিঁড়ে ফেলা হয়েছে। নিত্য নতুন মামলা-মোকদ্দমার কারণে গ্রেফতার এড়াতে বিএনপির নেতাকর্মীরা এখন বাড়িঘর ছাড়া। তাদের অভিযোগ টঙ্গী-গাজীপুর-২ আসনে একতরফা নির্বাচন করার ব্যবস্থা নেয়া হয়েছে। এখানে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে কোন কিচ্ছু নেই। এখানে শুধু নৌকার প্রচার চলছে। সবদিকে শুধু নৌকার পোস্টার। ধানের শীষের কোন পোস্টার নেই। বিএনপির প্রার্থী সালাহ উদ্দিন সরকারের মিডিয়া মুখপাত্র ডাঃ মাজহারুল ইসলাম জনকণ্ঠকে বলেন, গাজীপুর-২ আসনে শুধু একতরফা নির্বাচনই হচ্ছে না, এখানে চলছে রামরাজত্ব।
×