ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক শ’ চালক ও হেলপারদের প্রশিক্ষণ

প্রকাশিত: ০৬:৪৮, ২৭ ডিসেম্বর ২০১৮

এক শ’ চালক ও হেলপারদের প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ট্রাফিক উত্তর বিভাগের গণপরিবহনের এক ’শ চালক ও হেলপারকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে। বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোলচক্করে তাদের এ প্রশিক্ষণ প্রদান করা হয়। উত্তর বিভাগের ডিসি প্রবীর কুমার রায় ও এডিসি জিন্নাত আলী এ প্রশিক্ষণের সময় চালক ও হেলপারদের সড়ক দুর্ঘটনা, মোটরযান আইন, ট্রাফিক নির্দেশনা, বাসস্টপেজে যাত্রী উঠানামা করানো, বাসের দরজা খোলা রাখার নিয়ম কানুন, যাত্রীর সঙ্গে সুআচরণ ও অধিকার নিশ্চিত করা, যানজট নিরসনে যত্রতত্র বাস পাার্কিং না করার ওপর বিভিন্ন ধরনের কর্মকৌশল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এতে অংশগ্রহণকারী চালক ও হেলপাররা নিয়মিত এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করার দাবি জানালে ডিসি প্রবীর কুমার রায় তাদের এ বিষয়ে আশ্বস্ত করেন।
×