ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লিজিং খাতের গড় মুনাফা ১৫ কোটি টাকা

প্রকাশিত: ০৪:০৯, ২৬ ডিসেম্বর ২০১৮

লিজিং খাতের গড় মুনাফা ১৫ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত লিজিং কোম্পানিগুলোর ২০১৮ সালের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্ব^র) ব্যবসায় ৩৩২ কোটি ৫১ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এক্ষেত্রে কোম্পানিগুলোর গড় মুনাফা হয়েছে ১৫ কোটি ১১ লাখ টাকা। যা গড় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হিসাবে হয়েছে ৭৪ পয়সা। লিজিং কোম্পানিগুলোর ২০১৮ সালের ৯ মাসের (সমন্বিত) আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। দেখা গেছে, তালিকাভুক্ত লিজিং কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১৮২ কোটি ১৫ লাখ টাকা মুনাফা হয়েছে আইডিএলসি ফাইন্যান্সের। ১০০ কোটি ৬৭ লাখ টাকা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উত্তরা ফাইন্যান্স। তৃতীয় সর্বোচ্চ ৮১ কোটি ৫ লাখ টাকা মুনাফা হয়েছে ডেল্টা ব্র্যাক হাউসিংয়ের। অপরদিকে চলতি বছরের প্রথমার্ধে সবচেয়ে বেশি লোকসান করে তলানিতে রয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)। প্রতিষ্ঠানটির ৫৫ কোটি ৬৪ লাখ টাকা লোকসান হয়েছে। এরপরে ৪৬ কোটি ৪৪ লাখ টাকা লোকসান নিয়ে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স। এছাড়া ফার্স্ট ফাইন্যান্সের ৩৬ কোটি ৭১ লাখ টাকা, ফারইস্ট ফাইন্যান্সের ২১ কোটি ৩২ লাখ টাকা, পিপলস লিজিংয়ের ২০ কোটি ৪৩ লাখ টাকা ও বে লিজিংয়ের ২ কোটি ৮৬ লাখ টাকা লোকসান হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, লিজিং কোম্পানিগুলো সঙ্কটে রয়েছে। ব্যাংকের সঙ্গে প্রতিযোগিতা করতে যাওয়ায় লিজিং কোম্পানিগুলোর এই সঙ্কট তৈরি হয়েছে। এছাড়া লিজিং কোম্পানিগুলো গ্রাহকের আস্থা পাচ্ছে না। এর মধ্যে আবার দেশে লিজিং কোম্পানির সংখ্যা অনেক বেশি। এতগুলো লিজিং কোম্পানির দরকার ছিল না। তিনি বলেন, ৯ মাসের ব্যবসায় লিজিং কোম্পানিগুলোর ৭৪ পয়সার গড় ইপিএসকে ভাল বলা যায় না। এটি লিজিং কোম্পানিগুলোর সঙ্কটেরই ইঙ্গিত বহন করে। আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফ খান বলেন, আর্থিক খাতের অনেকে ব্যবসায় ভাল করছে, আবার অনেকে খারাপ করছে। এরমধ্যে কিছু কোম্পানির নন-পারফরমিং লোন (এনপিএল) ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এছাড়া তারল্য সঙ্কটও দেখা দিয়েছে। এমতাবস্থায় ২০১৮ সাল আর্থিক খাতের জন্য চ্যালেঞ্জিং। তবে এই চ্যালেঞ্জিংয়ের মধ্যে আইডিএলসি অন্যদের তুলনায় ভাল করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে সবচেয়ে কম মুনাফা হয়েছে প্রিমিয়ার লিজিংয়ের। এ সময় কোম্পানিটির ৫৭ লাখ টাকা মুনাফা হয়েছে। আর ১ কোটি ৬৬ লাখ টাকা নিয়ে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে ইউনিয়ন ক্যাপিটাল ও ২ কোটি ৭৯ লাখ টাকা নিয়ে তৃতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে বিডি ফাইন্যান্স। মুনাফায় আইডিএলসি ফাইন্যান্স সবার ওপরে থাকলেও প্রতিষ্ঠানটি ইপিএসে তৃতীয় স্থানে রয়েছে। এক্ষেত্রে পরিশোধিত মূলধনের তুলনায় উত্তরা ফাইন্যান্সের সবচেয়ে বেশি মুনাফা হয়েছে। কোম্পানিটির ইপিএস হয়েছে ৮.০৪ টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ইপিএস হয়েছে ৬.৬৫ টাকা।
×