ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাল্টে গেছে নওগাঁ সদর হাসপাতালের চিত্র

প্রকাশিত: ০৮:০৮, ২৪ ডিসেম্বর ২০১৮

  পাল্টে গেছে নওগাঁ সদর হাসপাতালের  চিত্র

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ সদর হাসপাতালে লেগেছে দিন বদলের হাওয়া। উন্নয়নের ধারায় পাল্টে গেছে পূর্বের চিত্র। হাসপাতালে আর পূর্বের মতো দুর্গন্ধ নেই। নোংরা আবর্জনা যেখানে সেখানে ফেলা হচ্ছে না। হাসপাতালের সামনে দালালদের ভিড়ও চোখে পড়ে না। সবকিছু মিলিয়ে সাধারণ রোগীদের যেন স্বস্তি ফিরেছে। হাসপাতালে শয্যা সংখ্যার অভাবে অতিরিক্ত রোগী মেঝেতে থাকত। বর্তমানে ওয়ার্ডের বারান্দার করিডোরে ৭৫টি শয্যা বানিয়ে দেয়া হয়েছে। হাসপাতালে আসা রোগীদের এখন আর মেঝেতে থাকতে হচ্ছে না। সৌন্দর্য বৃদ্ধি করতে সংস্কার ও মেরামতের মাধ্যমে পাল্টে গেছে হাসপাতালের চেহারা। শুধুমাত্র পরিবেশগত পরিবর্তনেই নয়, রোগীদের সেবার মান বৃদ্ধি করতেও নেয়া হয়েছে যুগান্তকারী উদ্যোগ। অনুদানের মাধ্যমেও হাসপাতালে এনালাইজার মেশিন, সাকার মশিন, নেবুলাইজার মেশিন, ইসিজি মেশিন, ওয়েট মেশিন প্লাস্টিক চেয়ারসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামাদি বৃদ্ধি করা হয়েছে। চিকিৎসক, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও অন্যান্য কর্মচারীরাও একাত্মতার মাধ্যমে একনিষ্ঠ হয়ে আন্তরিকতার সহিত কাজ করে চলেছেন। এখন রোগীরা দালাল দ্বারা প্রতারিত হচ্ছে না, অন্যদিকে রোগীদের পকেটের টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে না। এছাড়াও রোগীদের হয়রানির শিকার হয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে না। সাধারণ রোগীরা স্বল্প খরচে সরকারী হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসাসেবা নিতে পারছেন। নওগাঁ সদর হাসপাতালে সময়ে অসময়ে ডাক্তারদের চেম্বারে বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিদের হাসপাতালে অবাধ চলাচল প্রতিরোধ করা হয়েছে।
×