ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্রিসমাস উপলক্ষে বিক্রিতে রেকর্ড

প্রকাশিত: ০৭:৫৯, ২৪ ডিসেম্বর ২০১৮

  ক্রিসমাস উপলক্ষে বিক্রিতে রেকর্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্রিসমাসের বাকি আর মাত্র একদিন। তাই প্রয়োজনীয় পণ্য ও প্রিয়জনদের জন্য উপহার সামগ্রী কিনতে ব্যস্ত সময় কাটাচ্ছেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। গেল কয়েক বছরের তুলনায় এবার শপিংমলগুলোতে ভিড় অনেক বেশি। কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন বিদেশী ক্রেতারাও। গেল কয়েক বছরের তুলনায় বিক্রিও বেশ ভাল বলে জানান বিক্রেতারা। খ্র্রীস্টান ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ক্রিসমাস যতই ঘনিয়ে আসছে ব্যস্ততা বাড়ছে পশ্চিমা বিশ্বে। অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পণ্য কিনতে শপিংমল, খুচরা বিক্রয় কেন্দ্রে ভিড় করছেন যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। ব্যস্ত সময় কাটাচ্ছেন বিক্রেতারাও। গেল কয়েক বছরের তুলনায় এবার শপিংমলগুলোতে ক্রেতার উপস্থিত অনেক বেশি। বিক্রি বেড়েছে অনলাইনেও। ই-শপগুলোর মজুদের তালিকায় যুক্ত হয়েছে একাধিক নতুন পণ্য। চলতি মৌসুমে ভাল বিক্রির আশা করা হচ্ছে। গেল বারের তুলনায় এবার মোট বিক্রি প্রায় ৫ শতাংশ বাড়তে পারে। গেল বছরের ব্যবধানে এবার ক্রয় বরাদ্দ বাড়িয়েছে বলে জানাচ্ছেন ভোক্তারা। বিক্রয়কেন্দ্রগুলোতে বিক্রি বেড়েছে। তুলনামূলক বেশি ভিড় হচ্ছে শপিংমলগুলোতে। বিদেশী ক্রেতার উপস্থিতিও অনেক বেশি। গেল বছরের তুলনায় এবার অনলাইনে বিক্রি বেড়েছে প্রায় ২৫ শতাংশ। বিক্রি বাড়ানোর লক্ষ্যে ওয়েবসাইটের উন্নয়ন ও নতুন পণ্যে বাড়তি বিনিয়োগ করা হয়েছে। ক্রিসমাস সামনে রেখে ইতোমধ্যেই রেকর্ড পরিমাণ খেলনা বিক্রি হয়েছে। বিক্রি বাড়ার তালিকায় আছে উচ্চমূল্যের উপহার সামগ্রীও। ভোক্তাদের চাহিদার তালিকায় ঠাঁই পেয়েছে গাড়িসহ বিভিন্ন সৌখিন পণ্য। স্থানীয় বাজারে এখন পর্যন্ত ব্র্যান্ডেড পণ্য বিক্রির তালিকায় শীর্ষস্থানে রয়েছি। গেল কয়েক বছরের তুলনায় এবার বিক্রি বেশ বেড়েছে। ক্রেতা আকর্ষণে দামী পণ্যে বড় ছাড় দেয়া হচ্ছে। ডিজাইনেও নতুনত্ব থাকছে।
×