ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

নৃত্যগীতে মনোমুগ্ধকর বিজয়ের মহোৎসব

প্রকাশিত: ০৭:০১, ২৪ ডিসেম্বর ২০১৮

  নৃত্যগীতে মনোমুগ্ধকর বিজয়ের মহোৎসব

স্টাফ রিপোর্টার ॥ বিজয়ের ৪৭তম বর্ষ উদ্যাপনে শিল্পকলা একাডেমিতে চলছে ‘বিজয়ের মহোৎসব ২০১৮’ শিরোনামের সাংস্কৃতিক উৎসব। ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে’ স্লোগানে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী উৎসবের তৃতীয় দিন ছিল রবিবার। একাডেমির উন্মুক্ত আঙিনায় শিল্পীদের নৃত্য-গীতের পরিবেশনা মুগ্ধতা ছড়িয়েছেন দর্শকের মাঝে। এদিনের আয়োজনে ‘টাকডুম টাকডুম বাজাই’ এবং ‘আইজ কেন মোর প্রাণ সজনী গো’ গান দুটির সঙ্গে নৃত্য পরিবেশন করে নাচের দল ধৃতি, ‘ও আমার বাংলা মা তোর’ এবং ‘জলে গিয়েছিলাম সই’ গান দুটির সঙ্গে নৃত্য পরিবেশন করে বেণুকা ললিতকলা একাডেমি। ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’ এবং ‘আজি বাহাল করিয়া’ গানগুলোর সঙ্গে নৃত্য পরিবেশন করে নাচের দল নান্দনিক। এতে একক সঙ্গীত পরিবেশন করেন সাইফুল ইসলাম, কিরণ চন্দ্র রায়, আবিদা সুলতানা সেতু, শরীফ সাধ এবং অপু। ঋত্বিক ঘটক রচিত এবং অভিজিকৎ সেন গুপ্ত পরিচালিত নাটকের অংশ বিশেষ পরিবেন করে দৃষ্টিপাত নাট্যদল। লিয়াকত আলী লাকীর গ্রন্থনা ও নির্দেশনায় ‘মুজিব মানে মুক্তি’ নাটক পরিবেশন করে লোক নাট্যদল (সিদ্ধেশ^রী)। এছাড়া আরও পরিবেশিত হয় ঐতিহ্যবাহী লোকনাট্য গম্ভীরা। তৃতীয় দিনের আয়োজনের শুরুতে প্রদর্শিত হয় প্রামাণ্যচিত্র ‘মুক্তিযুদ্ধ ও জাতীয় চারনেতা এবং স্বল্পদৈঘ্য চলচ্চিত্র ‘পুতুল পুরাণ’। প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে চলবে উৎসবের কার্যক্রম। ২৭ ডিসেম্বর শেষ হবে সাতদিনের এই উৎসব।
×