ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঐক্যফ্রন্ট প্রার্থী ফজলে রাব্বি চৌধুরীর ইন্তেকাল

প্রকাশিত: ০৫:১১, ২১ ডিসেম্বর ২০১৮

  ঐক্যফ্রন্ট প্রার্থী  ফজলে রাব্বি  চৌধুরীর  ইন্তেকাল

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২০ ডিসেম্বর ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে জাতীয় পার্টি (জাফর) মনোনীত ২০ দলীয় ও ঐক্যফ্রন্ট প্রার্থী সাবেক মন্ত্রী ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী (৮৪) বুধবার গভীর রাতে অসুস্থজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি পলাশবাড়ী উপজেলার তালুকজামিরা গ্রামের স্কুল শিক্ষক মরহুম আহসান উদ্দিন চৌধুরীর ছেলে। সাদুল্যাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন জানান, ফজলে রাব্বি চৌধুরী দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় নির্বাচনে প্রার্থী হয়েও তিনি ভোটের মাঠে আসতে পারছিলেন না। বৃহ¯পতিবার তার ভোটের মাঠে আসার কথা ছিল।
×