ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে নিহত চার

প্রকাশিত: ০৫:০৫, ২১ ডিসেম্বর ২০১৮

 বাগেরহাটে নিহত চার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ রামপালে দূরপাল্লার যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে বাসের সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ বাসযাত্রী। বৃহস্পতিবা ভোরে খুলনা-মংলা মহাসড়কের সোনাতুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলা পেড়িখালী গ্র্রামের আবু তাহেরের ছেলে ফেরদৌস, মোংলা পৌরসভার মাদ্রাসা সড়কের সরোয়ার হোসেনের ছেলে মোঃ কামরুল। এছাড়া অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি। জানা যায়, ঢাকা থেকে মংলার উদ্দেশে ছেড়ে আসা আল আরাফাত পরিবহনের একটি বাস মহাসড়কের রামপালের সোনাতুনিয়া এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পথে একজন নিহত হন। এ সময় আরও অন্তত ১৫ জন যাত্রী আহত হন। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে মোটরসাইকেলের ধাক্কায় বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। বি-বাড়িয়ায় ইউপি চেয়ারম্যান স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোকর্ণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাসান খান (৬০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। জানা যায়, ইউপি চেয়ারম্যান হাসান খান বৃহস্পতিবার সকালে গোকর্ণ এলাকা থেকে টমটমে করে চৈয়ারকুড়ি আসার পথে অটোরিক্সার সঙ্গে ধাক্কা লেগে টমটমটি উল্টে মারাত্মকভাবে আহত হন। পরে ব্রাহ্মণবাড়িয়া নেয়ার পথে তিনি মারা যান। সাতক্ষীরায় শিশু স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, সাতক্ষীরার শ্যামনগরে মোটরসাইকেল চাপায় নাঈম (৫) নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সুন্দরবন সিনেমা হলের দক্ষিণপাশে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু সদরের ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামের লিটনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগামী একটি মোটরসাইকেল নাঈমকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জামালপুরে যাত্রী নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, মাদারগঞ্জ উপজেলায় যাত্রীবাহী একটি বাস ও পাওয়ার টিলারের সঙ্গে সংঘর্ষে পাওয়ার টিলারের যাত্রী লানজু (২৫) ঘটনাস্থলেই নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে মাদারগঞ্জ থানার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
×