ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপির আপত্তিতে খুলনার ডিআইজি হুমায়ুন কবিরকে প্রত্যাহার

প্রকাশিত: ০৬:৫৪, ২০ ডিসেম্বর ২০১৮

বিএনপির আপত্তিতে খুলনার ডিআইজি হুমায়ুন কবিরকে প্রত্যাহার

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির দেয়া বিতর্কিত পুলিশের তালিকাভুক্ত খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হুমায়ুন কবিরকে নির্বাচনের আগ মুর্হূতে বদলি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত খুলনায় নতুন কমিশনার দেয়া হয়নি। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডিআইজি হুমায়ুন কবিরকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। গত ১৭ ডিসেম্বর থেকে আদেশ কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে। এর আগে গত ৬ ডিসেম্বর তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে তার ভূমিকা নিয়ে ইসিতে বিরূপ প্রতিবেদন জমা পড়ে। এ ছাড়াও পুলিশের যেসব কর্মকর্তার প্রত্যাহার চেয়ে বিএনপি ইসিতে লিখিত অভিযোগ করেছিল তার মধ্যে তারও নাম ছিল। এরই অংশ হিসেবে কিছু দিন আগে এই কর্মকর্তাকে প্রত্যাহার করার জন্য কমিশন সভায় একজন কমিশনার প্রস্তাব করেছিলেন। হুমায়ুন কবিরের জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলায়। বুয়েট থেকে বিএসসি ও এমএস সম্পন্নের পর বিসিএস পরীক্ষার মাধ্যমে ১৯৯১ সালে এএসপি হিসেবে পুলিশে যোগ দেন।
×