ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা টোব্যাকোর মালিকানা পরিবর্তনে অর্থ মন্ত্রণালয়ের আপত্তি

প্রকাশিত: ০৬:৪৮, ২০ ডিসেম্বর ২০১৮

ঢাকা টোব্যাকোর মালিকানা পরিবর্তনে অর্থ মন্ত্রণালয়ের আপত্তি

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাওনা প্রায় ৭০০ কোটি টাকা না দেয়ায় আকিজ গ্রুপের প্রতিষ্ঠান ঢাকা টোব্যাকোর মালিকানা পরিবর্তনে আপত্তি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। যদিও ঢাকা টোব্যাকো বলছে, নতুন কোম্পানি জাপান টোব্যাকো পরিশোধ করবে যাবতীয় বকেয়া। বিশ্লেষকরা বলছেন, নিয়ম মেনেই ব্যবসা বিক্রি করা উচিত ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটির। পঞ্চাশের দশকে দেশের অন্যতম বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আকিজ গ্রুপের উত্থান মূলত বিড়ি উৎপাদনের মধ্য দিয়েই। ১৯৭৮ সালে ঢাকা টোব্যাকো ইন্ডাস্ট্রিজ কিনে নেয় গ্রুপটি। বর্তমানে বাংলাদেশের সিগারেট বাজারের ২০ শতাংশ দখলে রয়েছে ঢাকা টোব্যাকোর। এনবিআরের হিসাবে তৃতীয় সর্বোচ্চ ভ্যাটদাতা প্রতিষ্ঠানও এটি। তবে ব্যবসার রমরমা এই অবস্থায় তামাক ব্যবসা থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় আকিজ গ্রুপ। মাস চারেক আগে জাপানি কোম্পানি জাপান টোব্যাকোর কাছে তামাক ব্যবসার পুরোটাই বিক্রি করে দেয় আকিজ। যার বিক্রয় মূল্য ১২ হাজার ৪৩০ কোটি টাকা। সব ঠিক থাকলেও শেষ মুহূর্তে বেঁকে বসে অর্থ মন্ত্রণালয়। তারা বলছে, ঢাকা টোব্যাকোর কাছে এনবিআরের পাওনা ৬১২ কোটি ৭৬ লাখ টাকা। যা পরিশোধ না করে মালিকানা পরিবর্তন বিধিসম্মত নয়। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে অর্থ মন্ত্রণালয় বলছে, ঢাকা টোব্যাকোর বিরুদ্ধে চলমান ১৩টি মামলা নিষ্পত্তি করেই কেবল মালিকানা পরিবর্তন করতে পারবে আকিজ। যদিও প্রতিষ্ঠানটি বলছে, বকেয়া পরিশোধ করবে নতুন কোম্পানি। আর বিশ্লেষকরা বলছেন, বিতর্কিত উপায়ে ব্যবসা পরিবর্তনের রীতি বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে ঐতিহ্যবাহী এই ব্যবসা প্রতিষ্ঠানের।
×