ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নূরজাহান নীরা

এভাবেই হাসুক বিজয়

প্রকাশিত: ০৬:৪১, ২০ ডিসেম্বর ২০১৮

এভাবেই হাসুক বিজয়

সবুজ ছায়ায় ঘেরা দেশটি আমার সেরা দেখবে বিজয় এসো সবাই ঐ পতাকা তলে বাঙালী জাতীর বড় অর্জন স্বাধীনতা। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর একটা স্বাধীনতা, একটা স্বাধীন দেশ। আর সেই বিজয়ের সুর বেজেছিল ডিসেম্বরে। বিজয়ের মাস ডিসেম্বর এলেই মনটা কেমন আনন্দে মেতে ওঠে। এ আনন্দ যেন শ্বাসরুদ্ধকর কোন অবস্থা থেকে বেরিয়ে মুক্ত আকাশে পাখা মেলার। বুক ভরে শ্বাস নেওয়ার। মৃত্যু যন্ত্রণা থেকে নীরোগ হয়ে ফিরে আসার। মুক্তির স্বাদ, স্বাধীনতার স্বাদ হৃদয়কে ডেকে যায়। জানিয়ে যায়, এক এক করে এক এক এলাকার শত্রুমুক্ত হওয়ার ঘটনা। আবার যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের স্বরণে তাদের প্রিয়জনেরা কেঁদে বুক ভাসাচ্ছেন নীরবে। মুক্তিযুদ্ধের ডিসেম্বর মাসের প্রতিটি বিজয়ী মুহূর্ত নতুন প্রজন্মের কাছে পৌছে দেওয়ার বড় ভূমিকা রাখছে বিভিন্ন পত্রিকা। মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার কৌতূহলও নতুন প্রজন্মের কম নয়। মহান বিজয়ের মাসকে এভাবে নতুন প্রজন্মের কাছে পৌছে দেওয়ার ভূমিকায় যারা আছেন, তাদের কাছে আগামীর দাবী এই ধারা অব্যাহত রেখে নতুন প্রজন্মকে জাগ্রত করা। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে একটা স্বাধীন দেশ। এক সাগর রক্তের বিনিময়ে আমাদের এই অর্জন। এই অর্জনের, এই ত্যাগের, এই বিজয়ের ইতিহাস নতুন প্রজন্মকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করবে। জাগরিত করবে দেশের প্রতি মমত্ববোধ। যে সব বীর মুক্তিযোদ্ধারা দেশকে রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, যে সব বীর শহীদেরা দেশের জন্য অকাতরে জীবন দিয়েছেন, সেই মহান বীর মুক্তিযোদ্ধা, বীর শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানাতে কুন্ঠাবোধ করবে না নতুন প্রজন্ম। তেমনি রাজাকার, আলবদর,আলশামস, স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী সকল শত্রুকে তারা ঘৃণা করে। দেশ বিরোধী আর কোন শক্তিকে নতুন প্রজন্ম মেনে নেবে না। বিজয়ের মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় জীবনে এই নির্বচনের গুরুত্বও অনেক। বাঙালী বীরের জাতি। তারা যেমন ভাষাকে রক্ষা করেছে, পরাধীনতার হাত থেকে বিজয় ছিনিয়ে এনেছে, তেমনি ভোটাধিকারের মাধ্যমে যোগ্য নেতা বেছে নিতেও পেরেছে। এটাই সময়ের দাবী। আর যারা নতুন দ্বায়িত্ব পাবেন তারা দেশকে ভালোবেসে এই বিজয়ের ধারাকে অব্যাহত রাখার চেষ্টা করবেন, সেটাই প্রত্যাশা। দেশকে তারা এগিয়ে নিয়ে যাবেন আরো দ্রুত বিশ্বের দরবারে। এই বিজয় শুধু দেশ নয় ছড়িয়ে পড়–ক সারা বিশ্বে দেশের উন্নয়নের মাধ্যমে। দেশ এগিয়ে যাক। নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হোক এই বিজয়ের মাসে, বিজয়ের হাত ধরে এটাই দেশবাসীর প্রত্যাশা। ফতুল্লা, নারায়ণগঞ্জ থেকে
×