ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথম বাংলাদেশী পেসার হিসেবে সেরা পাঁচে মুস্তাফিজ

প্রকাশিত: ০৬:৪৬, ১৭ ডিসেম্বর ২০১৮

 প্রথম বাংলাদেশী পেসার হিসেবে সেরা পাঁচে মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ গত কয়েক বছর ধরেই ওয়ানডে ক্রিকেটে দুরন্ত হয়ে উঠেছে বাংলাদেশ দল। বিশেষ করে ২০১৪ সালের শেষদিকে নতুন করে ওয়ানডের নেতৃত্বে মাশরাফি বিন মর্তুজা ফেরার পর ৫০ ওভারের ফরমেটে সত্যিকারের ‘টাইগার’ হয়ে উঠেছে। এই সময় মাশরাফি সবচেয়ে বড় অস্ত্র হিসেবে পেয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। তিনি নিয়মিতই অবদান রেখেছেন বাংলাদেশের পক্ষে। কাটার ও স্লোয়ার মাস্টার তকমা পাওয়া মুস্তাফিজ সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচে পেয়েছেন ৫ উইকেট। আর এতেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কোন পেসার হিসেবে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা অবস্থানে পৌঁছে গেছেন তিনি। রবিবার আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ওয়ানডে বোলিংয়ে ২৩ বছর বয়সী মুস্তাফিজের অবস্থান এখন ৫ নম্বরে। মেহেদী হাসান মিরাজও ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিং ২৮ নম্বরে এখন। ২০১৫ সালের জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্ব ক্রিকেটে আবির্ভাব ঘটে পেসার মুস্তাফিজের। অভিষেকেই ৫ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৬ উইকেট নিয়ে নিজের আগমনটাকে অবিশ্বাস্য এক বিস্ময়কর করে তোলেন তিনি। বেশ কিছু রেকর্ডকে ফেলেন পেছনে। ওই সিরিজে ৩ ম্যাচেই ১৩ উইকেট নিয়ে ভারতীয় দলকে বাংলাদেশের কাছে প্রথমবার সিরিজ হারের তিক্ত স্বাদ পাইয়ে দেন। সে বছর দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়ে ৯ ম্যাচে ২৬ উইকেট নিয়ে মুস্তাফিজ হন আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার। এরপর অবশ্য শুরুর সেই নৈপুণ্য থাকেনি ‘দ্য ফিজ’ হিসেবে পরিচিত পাওয়া এ বাঁহাতি কাটার মাস্টারের। সঙ্গে ছিল টানা দুটি বড় ইনজুরির ধাক্কা এবং কাঁধে অস্ত্রোপচারের কারণে ক্রিকেটের বাইরে থাকার মতো অযাচিত ঘটনা। তবে নিয়মিতই নিজেকে প্রমাণ করেছেন মুস্তাফিজ। এবার ক্যারিবীয়দের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি ২৬.২০ গড় ও ৪.৩৬ ইকোনমিতে ৫ উইকেট শিকার করেন। এর মাধ্যমে সিরিজ শেষে মুস্তাফিজের অর্জন ছিল ২৪ রেটিং পয়েন্ট। এই নৈপুণ্যে মুস্তাফিজ এখন বোলিং র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ারে প্রথমবার উঠে আসলেন ৫ নম্বরে। এর আগে কোন বাংলাদেশী পেসারই ওয়ানডে বোলিংয়ে এত উঁচুতে আসতে পারেননি আইসিসি র‌্যাঙ্কিংয়ে। তবে ২০০৯ সালের নবেম্বরে ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্বের এক নম্বর হয়েছিলেন বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান। তিনি এই মুহূর্তে ওয়ানডে বোলিংয়ে ২৬ নম্বরে। তবে ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডারের স্থান পুনরুদ্ধার করতে আর মাত্র ২ রেটিং পয়েন্ট প্রয়োজন তার। এই মুহূর্তে ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খানের রেটিং ৩৫৩ আর সাকিবের ৩৫২। মুস্তাফিজের এখন রেটিং ৬৯৫। তিনি ৫ ধাপ এগিয়ে এসেছেন, পেছনে ফেলেছেন ৫ বোলারকে। খুব কাছাকাছিই আছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। ৪ নম্বরে থাকা এ তরুণ পেসারের রেটিং পয়েন্ট ৭০২। তবে চলতি বছর আর কোন ওয়ানডে নেই বাংলাদেশের। আগামী ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ড সফরের আগে কোন আন্তর্জাতিক ম্যাচই নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি২০ সিরিজ শেষ হওয়ার পর। সেক্ষেত্রে হয়তো আরও ওপরে নিয়ে যেতে পারতেন নিজেকে মুস্তাফিজ। ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডানহাতি অফস্পিনার মেহেদী হাসান মিরাজ ৬ উইকেট নিয়েছেন ১৬.৩৩ গড় ও অবিশ্বাস্য ৩.৩৭ ইকোনমি রেটে। সে কারণে তারও ওয়ানডে বোলিংয়ের র‌্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে ১৯ ধাপ। মিরাজ এখন ২৮ নম্বরে। এটি তার ক্যারিয়ারসেরা ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিং। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও ৬ উইকেট নেন ১৯.৩৩ গড় ও ৪.০০ ইকোনমি রেটে। তাই নড়াইল এক্সপ্রেসেরও উন্নতি হয়েছে র‌্যাঙ্কিংয়ে। ১০ ধাপ এগিয়ে মাশরাফি এখন ২৩ নম্বরে। ব্যাটিংয়ে ৭১২ রেটিং নিয়ে বাংলাদেশের সেরা তামিম ইকবাল ও মুশফিকুর রহীম। উভয়ে ১৫ নম্বরে।
×