ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরবাইক আরোহী দম্পতির মৃত্যু

প্রকাশিত: ০৫:৩২, ১৫ ডিসেম্বর ২০১৮

 কুকুরকে বাঁচাতে গিয়ে  মোটরবাইক আরোহী  দম্পতির মৃত্যু

সংবাদদাতা ভাঙ্গুড়া, পাবনা, ১৪ ডিসেম্বর ॥ শুক্রবার সন্ধ্যায় ভাঙ্গুড়া-পাবনা সড়কে চাটমোহরের শিমুলতলা নামক স্থানে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এরা হলেন- ভাঙ্গুড়া পৌরসদর এসআর পাড়ার মনিরুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী আফ্রোজা খানম (২৭)। মনিরুল ইসলাম ফরিদপুর উপজেলা স্থানীয় সরকার বিভাগের হিসাবরক্ষক এবং আফ্রোজা এনজিও আশা চাটমোহর শাখার কর্মকর্তা ছিলেন। জানা গেছে, আফ্রোজা খানমের বদলি জনিত কারণে টেবুনিয়ায় তার নতুন কর্মস্থলে বাসা ঠিক করে ওই দম্পতি মোটরসাইকেলে ভাঙ্গুড়ায় ফিরছিলেন। পথে একটি কুকুর মোটরসাইকেলের সামনে পড়লে চালক ওকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কড়ই গাছের সঙ্গে ধাক্কা খায়। গাছের আঘাতে ঘটনাস্থলেই দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়। তবে কুকুরটি অক্ষত রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মনিরুল ইসলামের বড় ভাই সরকারী হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের প্রভাষক রবিউল করিম দুর্ঘটনায় তার ভাই ও ভাইয়ের স্ত্রীর নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। ফেনীতে দুই সহদোর নিহত ॥ ফেনী থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ফেনীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নূর মোহাম্মদ মুন্সী (৪৫) ও নূর নবী চৌধুরী (৪০) নামে দুই সহদোর নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই সহদোর ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের ছনুয়া গ্রামের আবদুল হাজী ভূইয়া বাড়ির মুক্তিযোদ্ধা আবদুস সোবহানের ছেলে। মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মোঃ আবদুল আউয়াল জানান, সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের ছনুয়া গ্রাম থেকে মোটরসাইকেলযোগে ফেনী শহরের আসছিলেন দুই সহদোর। তার বহনকারী মোটরসাইকেলটি মহাসড়কের মহিপাল এলাকায় পৌঁছলে একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলে নূর নবী চৌধুরী নিহত ও নূর মোহাম্মদ মুন্সী আহত হয়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
×