ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ জিতলেই সিরিজ বাংলাদেশের

প্রকাশিত: ০৬:৫৫, ১১ ডিসেম্বর ২০১৮

আজ জিতলেই সিরিজ বাংলাদেশের

মিথুন আশরাফ ॥ প্রথম বাংলাদেশী হিসেবে ২০০ ওয়ানডে ম্যাচ খেলা মাশরাফি বিন মর্তুজার মাইলফলকের ম্যাচে জয় মিলেছে। ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশ ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেছে। আজও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাশরাফির আরেকটি মাইলফলকের ম্যাচ। অধিনায়ক হিসেবে ৬৯তম ওয়ানডেতে নেতৃত্ব দেবেন মাশরাফি। দেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দেবেন। এমন ম্যাচেও কী তাহলে জয় মিলবে, সিরিজ জয়ের আনন্দ মিলবে, না অপেক্ষা বাড়বে? তা আজ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে শেষ হতেই বোঝা হয়ে যাবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর একটায় ম্যাচটি শুরু হবে। আজ জিতলেই সিরিজ বাংলাদেশের হয়ে যাবে। আর হারলে তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিতে সিরিজ জেতার অপেক্ষায় থাকতে হবে। দুই দলই চায় জিততে। বাংলাদেশ জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে যাওয়ার আগে মিরপুরেই সিরিজের ফয়সালা করে নিতে চায় বাংলাদেশ। আজই ২-০ করে ফেলতে চায়। তা করতে পারলেই যে সিরিজ জেতার সুখস্মৃতি যুক্ত হবে। তখন তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই ওয়ানডেতেও ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কী এত সহজে হাল ছেড়ে দেবে? তা দেবেও না। দিতে চায়ও না। তারা কামব্যাক করতে চায়। প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হারের দুঃখ ভুলে দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজে ১-১ সমতা আনতে চায়। এরপর তৃতীয় ওয়ানডে নিয়ে ভাবনা করতে চায়। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা যেমন বলেছেন, ‘প্রস্তুতি ঠিকভাবে নিতে হবে। সবাইকে আবার প্রস্তুত হতে হবে। দ্বিতীয় ম্যাচটা যেন একই সামর্থ্য দিয়ে আমরা খেলতে পারি।’ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল আবার আশা করছেন যেভাবেই হোক দ্বিতীয় ওয়ানডেতে জেতার। তিনি বলেছেন, ‘আশা করছি আমরা কামব্যাক করতে পারব।’ প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করে বড় স্কোর গড়ে বাংলাদেশকে চাপে ফেলতে চেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ৩ উইকেট করে নেয়া মাশরাফি ও মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে ১৯৫ রানের বেশি করতে পারেনি ক্যারিবীয়রা। বাংলাদেশ বোলারদের বলগুলো খেলতেই পারেনি। উইকেটও বুঝতে পারেনি। বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে যেভাবে রান করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ, মিরপুর স্টেডিয়ামে একেবারে ভিন্ন উইকেট পেয়েছে। তাতেই এলোমেলো হয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা। এরপর বাংলাদেশ ব্যাটসম্যানরাও যে খুব ভাল কিছু করেছেন, তা নয়। এই রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। শুরুতে লিটন কুমার দাসের ৪১, মাঝপথে সাকিব আল হাসানের ৩০ ও মুশফিকুর রহীমের অপরাজিত ৫৫ রানের সঙ্গে সৌম্য সরকারের মারমুখী ১৯ ও মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত ১৪ রানের ইনিংসে সহজেই জেতা গেছে। প্রায় ১৫ ওভার বাকি থাকতেই জয় মিলেছে। কিন্তু ৮৯ রানেই যে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ, তা ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদি দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ বড় স্কোর গড়ে ফেলে আর বাংলাদেশের এমন অবস্থা হয়; তাহলে বিপদও আসতে পারে। এ দিকটি নিয়ে সতর্ক বাংলাদেশও। মাশরাফির যখনই মাইলফলকের ম্যাচ সামনে আসে, তখনই বাংলাদেশ জয়ের আনন্দ পায়। মাশরাফিও সেই জয়ে সবচেয়ে মুখ্য ভূমিকা রাখেন। ১০০তম ওয়ানডে ম্যাচ খেলতে নেমে ম্যাচসেরা হয়েছেন মাশরাফি। রবিবার ২০০তম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেও একই কাজ করেছেন। অসাধারণ বোলিং করে ম্যাচের নায়ক হয়েছেন। দেশের হয়ে হাবিবুল বাশার সুমন সর্বোচ্চ ৬৯ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। মাশরাফি আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তা স্পর্শ করবেন। এমন মাইলফলকের ম্যাচেও জয়ের আনন্দ মেলার অপেক্ষাতেই আছেন সবাই। আর জয় মিললেইতো সিরিজ ২-০ তে জেতা হয়ে যাবে বাংলাদেশের। সিরিজ জয় হয়ে যাবে।
×