ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোহলিও তাহলে মাথা ঠাণ্ড রাখতে জানেন!

প্রকাশিত: ০৬:১২, ১১ ডিসেম্বর ২০১৮

কোহলিও তাহলে মাথা ঠাণ্ড রাখতে জানেন!

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাডিলেডে রুদ্ধশ্বাস টেস্টে ৩১ রানের নাটকীয় জয় পেয়েছে ভারত। ম্যাচটা যারা দেখেছেন তারা জানেন মাঠে নিজের ব্যাটিংয়ের মতো আচরণেও কতটা আগ্রাসী অধিনায়ক বিরাট কোহলি। তার বুনো উল্লাস নিয়ে এরই মধ্যে সমালোচনা শুরু হয়েছে। বল ছুড়ে মারা, দেহভঙ্গি কোহলির সব আচরণে কেমন একটা উগ্র ভাব ফুটে ওঠে। সেই তিনি নিজেকে ‘লোক দেখানো’ ঠাণ্ডা মাথার অধিনায়ক বলে দাবি করলেন! যদিও তাতে কিছুটা রহস্য মিশে থাকল, ‘প্যাট কামিন্স আউট হয়ে যাওয়ার পর ম্যাচটা আমাদের দিকে ঝুঁকে পড়ে। ঠিক সেই সময় প্রয়োজন ছিল মাথাটা ঠা-া রাখা। যদিও এই দাবি একবারও করছি না যে, আমার মাথাটা বরফের মতো ঠাণ্ডা। তবে, অন্ত ওপর ওপর এটা দেখানো দরকার ছিল।’ ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে বলেন কোহলি। ৩২৩ রানের অসম্ভব জয়ের লক্ষ্যে এক পর্যায়ে ১৫৬ রানেই ৬ উইকেট হারিয়ে বসেছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে ম্যাচ এতটা ক্লোজে নিয়ে যাওয়ার রূপকার স্বাগতিক টেল-এন্ডাররা। শেষ পর্যন্ত জয় হয়েছে ভারতীয় বোলারদেরই। অধিনাযক কোহলি বলেন, ‘বুমরাহ যখন ওর শেষ ওভারটা করছিল, তখন ওকে এসে বলি যে, চিন্তা নেই। দরকার শুধু ওদের একটা ভুলের। মহিলা রাগবিতে নারায়ণগঞ্জ কলেজ চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ কলেজ মহিলা রাগবিতে চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ কলেজ। রানার্সআপ হয়েছে ঢাকা কমার্স কলেজ। সোমবার পল্টন মাঠে অনুষ্ঠিত ফাইনালে ঢাকা কর্মাস কলেজকে ১০-০ পয়েন্টে হারিয়ে শিরোপা জিতে নেয় নারায়ণগঞ্জ কলেজ। তৃতীয় স্থান অধিকার করে সেন্ট্রাল উইমেন্স কলেজ। চতুর্থ হয়েছে কবি নজরুল সরকারি কলেজ। সেরা খেলোয়াড় হয়েছেন ঢাকা কমার্স কলেজের লামিয়া রহমান।
×