ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ০৫:৫১, ১১ ডিসেম্বর ২০১৮

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১০ডিসেম্বর ॥ ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার গজারিয়া নামকস্থানে দুইটি যাত্রীবাহী পরিবহন ও একটি পিকাপভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ২জন নিহত এবং ৩০জন আহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা অবৈধ যানবাহন বন্ধ করার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় এই সড়কে দেড় ঘণ্টা যান চলাচলা বন্ধ থাকে। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি যাত্রিবাহী বাস ঘটনাস্থলে এসে ইউনিলিভার কোম্পানির একটি মালবোঝাই পিকাপকে ধাক্কা দিয়ে সামনে থাকা পিরোজপুরগামী ইমাদ পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় ঈগল পরিবহনের বাসটি রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ১জন, হাসপাতালে নেয়ার পরে ১ জন মারা যায়। দুর্ঘটনায় দুই বাসের ৩০ যাত্রী আহত হয়। টাঙ্গাইলে দুই নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছে। সোমবার ধনবাড়ী ও নাগরপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- রমিছা (৫) নাগরপুর উপজেলার বনগ্রামের উজ্জলের মেয়ে ও ব্যবসায়ী জহিরুল ইসলাম (৬০) জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ডুবাইল এলাকার মৃত মুরাদ আলী সরকারের ছেলে। মুন্সীগঞ্জে কার চালক স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, ঢাকা-মাওয়া-শিমুলিয়া মহাসড়কের লৌহজং উপজেলার কুমারভোগে প্রাইভেটকার ও রড বোঝাই ট্রাকের সংঘর্ষে প্রাইভেটকার চালক নিহত ও চার আরোহী গুরুতর আহত হয়। সোমবার ভোরে ঢাকাগামী প্রাইভেটকারের সঙ্গে শিমুলীয়াঘাটগামী ট্রাকের সঙ্গে এই সংঘর্ষে কারটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই কারটির চালক ফুয়াদ নিহত হয়। সে আমেরিকা প্রবাসী বর্তমানে ঢাকার উত্তরার বাসিন্দা। কারের আরোহী ঢাকার কল্যাণপুরের নাঈমা বেগম, উত্তরার খাদিজা অক্তার, কল্যাণপুরের রিয়াজ উদ্দিন রাসেল ও ঝিগাতলার সামিউল ইসলাম অপু গুরুতর আহত হয়। তাদের প্রথমে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চালকসহ তারা সকলেই বন্ধু। ঢাকা থেকে পদ্মাপারে বেড়াতে এসেছিলেন।
×