ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধীরে বাড়ছে জ্বালানি তেলের দাম

প্রকাশিত: ০৪:০৯, ১০ ডিসেম্বর ২০১৮

 ধীরে বাড়ছে জ্বালানি তেলের দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ আন্তর্জাতিক বাজারে আরেক ধাপ বেড়েছে জ্বালানি তেলের দাম। শুক্রবার যুক্তরাষ্ট্রে প্রতি ব্যারেল অপরিশোধিত টেক্সাস ক্রুড অয়েল বিক্রি হয়েছে ৫২ দশমিক ৮৫ ডলার। যা আগের দিনের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। একই দিনে ব্রেন্ট ক্রুড অয়েল বিক্রি হয় ৬২ দশমিক ৮০ ডলারে। আগের দিনের তুলনায় এই জ্বালানি তেলের দাম বেড়েছে ৫ শতাংশের বেশি। আর অক্টোবর মাসের দামের তুলনায় ডিসেম্বরের শুরুতে সব ধরনের জ্বালানি তেলের দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে। রয়টার্স জানায়, উৎপাদন কমপক্ষে দৈনিক ১০ লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি তেল রফতানিকারকদের সংগঠন ওপেক। এর মধ্যে দৈনিক উৎপাদন ৪ লাখ ব্যারেল কমাতে সম্মতি জানিয়েছে রাশিয়া। উৎপাদন কমানো হলে এই জ্বালানি পণ্যের দাম আরও বাড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাজার বিশ্লেষকরা।
×