ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এ্যাডিলেড টেস্ট

কোহলির রেকর্ডের দিনে ভারতকে এগিয়ে রাখলেন পুজারা

প্রকাশিত: ০৭:১৮, ৯ ডিসেম্বর ২০১৮

কোহলির রেকর্ডের দিনে ভারতকে এগিয়ে রাখলেন পুজারা

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাডিলেড টেস্টের তৃতীয়দিনে ব্যক্তিগত ৩৪ রানে আউট হলেও দারুণ সব রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুততম হাজার রানের ক্ষেত্রে কেবল স্বদেশীদেরই নয়, খোদ স্যার ডন ব্র্যাডম্যানকেও পেছনে ফেলে দিয়েছেন টিম ইন্ডিয়া ক্যাপ্টেন! আর দিনশেষে ৩ উইকেট হারিয়ে দলের সংগ্রহ ১৫১। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান চেতেশ্বর পুজারা ৪০ ও সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে ব্যাট করছেন ১ রান নিয়ে। সবমিলিয়ে ১৬৬ রানের লিডটা হয়তো খুব বড় নয়, তবে এ্যাডিলেডে চতুর্থ ইনিংসে গত ১ শ’ বছরে স্বাগতিক অস্ট্রেলিয়া কখনই ২০০ বা তার বেশি রান চেজ করে জিততে পারেনি। সফরকারীরা চতুর্থদিনে আজ অন্তত আরও এক সেশন ব্যাটিং করলেও অন্তত আড়াই শ’ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অস্ট্রেলিয়াকে হারানোর জন্য পাঁচ সেশন সময় পাবে। সবমিলিয়ে বহুল আলোচিত চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টের এই পর্যায়ে অনেকটাই চালকের আসনে ভারত। দিনশেষে নিজের আউটে বিরক্ত হলেও একাধিক ব্যক্তিগত রেকর্ড আর স্কোরবোর্ড দেখে অধিনায়ক কোহলি সন্তুষ্ট হতেই পারেন। লিডটা ২০০ হলেই যে হবে। এ্যাডিলেডে শেষ ১০০ বছরে অস্ট্রেলিয়ার চতুর্থ ইনিংসে ২০০ বা তারও বেশি রান তাড়া করে জয়ের কোন রেকর্ড নেই। ১৪ ম্যাচে রান তাড়া করতে নেমে ছয়বারই হেরেছে অসিরা। স্বাগতিকরা ড্র করেছে আট টেস্ট। ড্র হওয়া টেস্টগুলোতে সময় ছিল কম। ৫৯ রানে পিছিয়ে থেকে শনিবার তৃতীয়দিনের ব্যাটিংয়ে নামেন অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড (৬১) ও স্টার্ক (৮)। দিনের শুরুতে বলে ১৫ রানে সাজঘরে ফেরেন স্টার্ক। এরপর নাথান লেয়ন দ্রুত ২৪ রান তোলেন। কিন্তু অপরপ্রান্তের কোন ব্যাটসম্যান তাকে সঙ্গ দিতে পারেননি। আগেরদিনের ৬১ রানের সঙ্গে ১৪ রান যোগ করে মোহাম্মদ সামির বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ তুলে দেন সর্বোচ্চ ৭২ রান করা হেড। শেষ ব্যাটসম্যান হিসেব আউট হন হ্যাজলউড। সবমিলিয়ে প্রথম ইনিংসে ভারতের করা ২৫০ রানের জবাবে অস্ট্রেলিয়া তোলে ২৩৫। ভারতের হয়ে অশ্বিন ও বুমরাহ ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট পেয়েছেন ইশান্ত ও সামি। এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান দারুণ শুরু এনে দেন। ৬৩ রান যোগ করেন দুই ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু ১৩ রানের ব্যবধানে দুই ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। ১৮ রানে মুরালি বিজয় ক্যাচ দেন স্টার্কের বলে। লোকেশ রাহুল ৪৪ রান করেন। তৃতীয় উইকেট জুটি বাঁধেন পুজারা ও কোহলি। দু’জনের ৭১ রানের জুটিতে অসিদের কঠিন জবাব দেয় ভারত। দিনশেষে কোহলি ফিরে গেলেও শক্ত অবস্থানে আছে ভারত। ৪৪ রানে অপরাজিত থাকা পুজারাকে দু’বার নাথান লেয়নের বলে আউট দিয়েছিলেন আম্পায়ার নাইজেল লং। দু’বারই রিভিউ নিয়ে বেঁচে যান পুজারা। প্রথম ইনিংসে সেঞ্চুরির স্বাদ পাওয়া পুজারা দলকে কতটুকু টেনে নিতে পারেন সেটাই দেখার। এদিন শচীন টেন্ডুলকর, ভিভিএস লক্ষণ ও রাহুল দ্রাবিড়ের পর চতুর্থ ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে হাজার রান পূর্ণ করেন কোহলি। ভারতীয়দের মধ্যে তো বটেই, মাত্র ৯ টেস্টেই হাজার পূর্ণ করে তিনি পেছনে ফেলেছেন স্যার ডন ব্র্যাডম্যানকেও (১০ টেস্ট)। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস ॥ ২৫০/১০ (৮৮ ওভার; রাহুল ২, বিজয় ১১, পুজারা ১২৩, কোহলি ৩, রাহানে ১৩, রোহিত ৩৭, পন্থ ২৫, অশ্বিন ২৫, ইশান্ত ৪, শামি ৬*; স্টার্ক ২/৬৩, হ্যাজলউড ২/৫২, কামিন্স ২/৪৯, লেয়ন ২/৮৩, হেড ০/২) ও দ্বিতীয় ইনিংস ॥ ১৫১/৩ (৬১ ওভার; রাহুল ৪৪, বিজয় ১৮, পুজারা ৪০*, কোহলি ৩৪, রাহানে ১*; স্টার্ক ১/১৮, হ্যাজলউড ১/২৫, লেয়ন ১/৪৮)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ॥ ২৩৫/১০ (৯৮.৪ ওভার; ফিঞ্চ ০, হ্যারিস ২৬, খাজা ২৮, মার্শ ২, হ্যান্ডসকম ৩৪, হেড ৭২, পেইন ৫, কামিন্স ১০, স্টার্ক ১৫, লেয়ন ২৪*, হ্যাজলউড ০; ইশান্ত ২/৪৭, বুমরাহ ৩/৮৭, শামি ২/৫৮, অশ্বিন ৩/৫৭)। ** তৃতীয়দিন শেষে
×