ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথম প্রান্তিকে লোকসান কমেছে তাল্লু স্পিনিংয়ের

প্রকাশিত: ০৬:৩৯, ৯ ডিসেম্বর ২০১৮

প্রথম প্রান্তিকে লোকসান কমেছে তাল্লু স্পিনিংয়ের

বস্ত্র খাতের কোম্পানি তাল্লু-স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান প্রথম প্রান্তিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) কমেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৬ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ২৯ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ৩০ সেপ্টেম্বর ২০১৮ এ কোম্পানির শেয়ারপ্রতি নীট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৭১ পয়সা। এদিকে, ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য কোন লভ্যাংশ দেবে না এ কোম্পানি। সমাপ্ত হিসাব বছরে এ কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৩ পয়সা ও এনএভিপিএস ১১ টাকা ৯৭ পয়সা। ২৮ ডিসেম্বর চুয়াডাঙ্গার দৌলতদিয়ারে বঙ্গজ লিমিটেডের কারখানা প্রাঙ্গণে এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ ডিসেম্বর। লোকসানের কারণে ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য কোন লভ্যাংশ দেয়নি তাল্লু স্পিনিং। -অর্থনৈতিক রিপোর্টার
×