ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শাওন চৌধুরীর গানে মুগ্ধ শ্রোতা

প্রকাশিত: ০৪:২৮, ৮ ডিসেম্বর ২০১৮

 শাওন চৌধুরীর গানে মুগ্ধ শ্রোতা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মঞ্চে আসেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী শাওন চৌধুরী। সামনে উপবিষ্ট শ্রোতারা তখন অধীর হয়ে তার গান শোনার জন্য অপেক্ষায় ছিলেন। ‘আকাশ ভরা সূর্য তারা’ শিরোনামে রবীন্দ্রসঙ্গীত দিয়ে অনুষ্ঠান যখন তিনি শুরু করেন তখনও কেউ ভাবেনি এরপর তিনি এতো ভিন্ন ভিন্ন ধরনের গান পরিবেশন করবেন। রবীন্দ্রসঙ্গীতের পর নজরুল সঙ্গীত, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সতীনাথ মুখোপাধ্যায়, গজল ছাড়াও নিজের মৌলিক গান পরিবেশন করে শাওন চৌধুরী। গানের ফাঁকে ফাঁকে নিজের ৪৫ বছরের সঙ্গীত জীবনের নানা অধ্যায়কে দর্শক-শ্রোতাদের সামনে গল্পের ছলে তুলে ধরেন শাওন চৌধুরী। শাওন চৌধুরী জানান, এই অনুষ্ঠানের মাধ্যমে ১৫ বছর পর সরাসরি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন তিনি। আড়াইঘণ্টার পরিবেশনায় ১৫টি ভিন্ন ভিন্ন স্বাদের গান পরিবেশন করেন শাওন চৌধুরী। তার পরিবেশিত গানের মধ্যে ছিল- ‘মোরা আর জনমে হংস মিথুন ছিলাম’, ‘আমি চাঁদকে বলেছি’, ‘বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও’, ‘অলিও কথা শুনে বকুল হাসে’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’, ‘হায় বরষা এমন ফাগুন কেড়ে নিও না’, ‘যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ একদিন গলে যায়’, ‘আমি ফুল না হয়ে কাঁটা হয়ে বেশ ছিলাম’, ‘ও চাঁদ সামলে রাখো জোসনাকে’সহ আরও ৫টি গজল ও হিন্দি গান। উল্লেখ্য, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং মঞ্চের গুণী সঙ্গীত শিল্পী শাওন চৌধুরীর এ পর্যন্ত প্রকাশিত মিউজিক এ্যালবামের সংখ্যা ১৩টি, যার মধ্যে ৪টি ভারত থেকে প্রকাশিত। তিনি বাংলা ছাড়াও হিন্দি, উর্দু এবং ইংরেজী ভাষায় গান গেয়েছেন। নিয়মিত রেডিও-টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও প্লেব্যাক করেন তিনি। দেশের প্রায় সব চ্যানেল ছাড়াও ভারত ও যুক্তরাজ্যের টিভি চ্যানেলে তার গাওয়া অসংখ্য গান প্রচারিত হয়েছে। তার কাজের স্বীকৃতিস্বরূপ উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন তিনি। সম্প্রতি নেপাল থেকেও রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন শাওন চৌধুরী।
×