ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৮:০২, ৭ ডিসেম্বর ২০১৮

নতুন গবেষণা

বাইরের জানালা পরিষ্কারক ড্রোন বহুতল ভবনের বাইরের দিকে থাকা কাচ বা জানালা পরিষ্কার করা বেশ ঝামেলার কাজ। আর ভবনটি যদি হয় ১০০ তলার বেশি, তাহলে তো কথাই নেই। সমস্যার সমাধান দেবে এ্যারোনেস। সর্বোচ্চ ১১০০ ফুট ওপর পর্যন্ত উড়ে উড়ে কাচ পরিষ্কার করতে পারে ড্রোনটি। ভার্চুয়াল রিয়ালিটি রোবট চেয়ারটিতে বসে যে অঙ্গভঙ্গি করবেন, তাই করবে রোবটটি। মাথা নাড়ালে মাথা নাড়বে, হাত দিয়ে কিছু ধরলে রোবটটিও ধরবে। এ জন্য পাশেও থাকতে হবে না। প্রায় ছয় মাইল দূর থেকেও নিয়ন্ত্রণ করা যায়। এতে রয়েছে ওয়াইফাই ও সেন্সর প্রযুক্তি। ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট চোখে দিলেই কাজ করবে টয়োটার তৈরি রোবটটি। সূত্র : ডেইলি মেইল
×