ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

প্রকাশিত: ০৬:৪৪, ৬ ডিসেম্বর ২০১৮

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৫ ডিসেম্বর ॥ পীরগঞ্জ উপজেলার চন্দরিয়া বিশ মাইল গ্রামের ইউপি সদস্য রাব্বি আক্তার (৫০) বুধবার সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে। তার ছেলেসহ ওই ইউপি সদস্য মোটরসাইকেলে পীরগঞ্জে আসার পথে জাবরহাট গ্রামীণ ব্যাংক সংলগ্ন গরু বহনকারী পিকাপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটি সংঘর্ষ হয়। তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। তাকে দ্রুত পীরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জে ট্রাক হেলপার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, বন্দরে বসুন্ধরা সিমেন্ট কারখানার গেটের সামনে সিমেন্ট বোঝাই একটি কাভার্ডভ্যানের চাপায় সজল মিয়া (১৮) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনাটি ঘটে। নিহত হেলপার সজল গোপালগঞ্জের সদর থানার ভবানীপুর গ্রামের বাবলু শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার পরিদর্শক (তদন্ত) হারুনার রশিদ। জানা গেছে, রাতে বসুন্ধরা সিমেন্ট কারখানার গেটে সিমেন্ট বোঝাই একটি কাভার্ডভ্যান ট্রাকের হেলপার সজল মিয়াকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ নগরীর খানপুরের ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। কালকিনিতে কিশোর নিজস্ব সংবাদদাতা কালকিনি, মাদারীপুর থেকে জানান, কালকিনিতে নছিমনে মাফলার পেঁচিয়ে ইমাম সরদার (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার সূর্যমনি বাজারে কাছে এ ঘটনা ঘটে। সে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আবুল সরদারের ছেলে। জানা গেছে, লক্ষ্মীপুর বাজার থেকে ইমাম নছিমনযোগে বাদ্যযন্ত্র নিয়ে একটি অনুষ্ঠান উপলক্ষে সূর্যমনি বাজারের উদ্দেশে রওনা দেয়।
×