ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিমানের যাত্রী সেবার মান বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ০৫:৪৬, ৬ ডিসেম্বর ২০১৮

বিমানের যাত্রী সেবার মান বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানকে গতিশীল ও মর্যাদা সম্পন্ন একটি এয়ারলাইন্স হিসেবে গড়ে তোলার জন্য যাত্রী সেবার মান বাড়ানোর পাশাপাশি অবিলম্বে কার্গো ফ্লাইট চালুর নির্দেশ দিয়েছেন। বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় ড্রিমলাইনার হংসবলাকা পরিদর্শনের সময় তিনি বিমানকে ভবিষ্যতে একটি সমৃদ্ধিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে একগুচ্ছ নির্দেশনা প্রদান করেন। তার নির্দেশনায় ছিল, দ্রুততম সময়ে নিউইয়র্ক ফ্লাইট চালু, যাত্রী সেবা বৃদ্ধি, সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা, কার্গো শাখা চালু ও গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিসের মান উন্নয়ন করা। এ সময় শেখ হাসিনা ২৭১ আসনের এ উড়োজাহাজটিতে উঠে ককপিটসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ ড্রিমলাইনারের ‘হংসবলাকা’ নামকরণও করেছেন তিনি। প্রধানমন্ত্রী পৌঁছানোর পর টারমার্কে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রী মোনাজাতে শরিক হন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ফারুক খান, সচিব মহিবুল হক, চেয়ারম্যান বেবিচক এয়ার ভাইস মার্শাল নাইম হাসান, এমডি ক্যাপ্টেন মোসাদ্দিক আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী হংসবলাকা ঘুরেফিরে দেখার সময় বিমানের পরবর্তী দুটো ড্রিমলাইনার কবে আসবে তা জানতে চান। এক পর্যায়ে তিনি ককপিটে গিয়ে কিছ্ক্ষুণ বসেন। ফ্লাই করার ভঙ্গিতে স্টিয়ারিংয়ে হাত রাখেন। হংসবলাকা থেকে নেমে ভিভিআইপি লাউঞ্জে বসে আপ্যায়নের সময় বিমানের অতীত বর্তমান ও ভবিষ্যত নিয়ে আলোচনা করেন। এ সময় সেখানে উপস্থিত থাকা সংসদীয় কমিটির প্রধান ফারুক খান তার কিছু প্রশ্নের জবাব দেন। এ বিষয়ে জানতে চাইলে ফারুক খান দৈনিক জনকণ্ঠকে বলেন, প্রধানমন্ত্রী নিউইয়র্ক ফ্লাইট কবে নাগাদ চালুর সম্ভাবনা জানতে চেয়েছেন। তখন তাকে জানানো হয়- সিভিল এভিয়েশনের ক্যাটাগরি-১ হবার পরপরই নিউইয়র্ক ফ্লাইট চালু করা সম্ভব হবে। এ জন্য কাজ চলছে। একই সঙ্গে বিমানের কার্গো ফ্লাই্ট চালু ও গ্রাউন্ড সার্ভিস বৃদ্ধি করার নির্দেশ দেন। বিমানের পক্ষ থেকে তখন এ নির্দেশ কার্যকর করার আশ্বাস দেয়া হয়। এ ছাড়া তিনি নতুন নতুন এয়ারক্রাফটগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ করারও নির্দেশ দেন। বিমান ও বেবিচকের পক্ষ থেকে এ সব বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে আশ্বস্ত করা হয়। প্রধানমন্ত্রীর এ সব নির্দেশনা সম্পর্কে জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দিক আহমেদ বলেন, নিউইয়র্ক ফ্লাইটের বিষয়টি নির্ভর করছে সিভিল এভিয়েশনের ক্যাটাগরি-১এ উন্নীত করার ওপর। তবে বিমানের কার্গো ফ্লাইট চালু করার নির্দেশনা আমরা বাস্তবায়ন করব ইনশা আল্লাহ।
×